বেইলি ব্রিজ ভেঙে সুনামগঞ্জ-জগ্ননাথপুর রুটে যান চলাচল বন্ধ
<![CDATA[
সুনামগঞ্জের পাগলা আউশকান্দি রাণীগঞ্জ সড়কের ভমবমী বেইলি ব্রিজের স্টিলের পাটাতন ভেঙে সুনামগঞ্জ-জগ্ননাথপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (২৭ নভেম্বর) রাতে হঠাৎ সেতুর দুটি পাটাতন দেবে যায় এবং কিছু অংশ ভেঙে যায়। পরে এলাকাবাসী বিষয়টি শান্তিগঞ্জ থানার পুলিশকে জানালে পুলিশ সেতুতে যান চলাচল বন্ধ করে দেয়।
ভমবমী বাজারের ব্যবসায়ী মিন্টু দাস বলেন, রাতে হঠাৎ করে সেতুর দুটি পাটাতন নিচের দিকে দেবে যায়। ফলে বড় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
ব্যবসায়ী দুলাল মিয়া বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় রয়েছে। প্রায়ই পাটাতন দেবে যাওয়ার ঘটনা ঘটে। ভারি কোনো যান পার হওয়ার ফলে এমন ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন: জামালপুরে ৮ বছর ধরে অচল ব্রিজ, দুর্ভোগ
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, সেতুর পাটাতন দেবে যাওয়ায় রাত থেকে ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে মোটরসাইকেল চলাচল করছে। বিষয়টি সুনামগঞ্জ সড়ক বিভাগকে জানানো হয়েছে।
সুনামগঞ্জ সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম প্রামাণিক বলেন, সেতুর দুটির পাটাতন দেবে গেছে। আপাতত সুনামগঞ্জ জগন্নাথপুর রুটে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকালে সেতুর মেরামত কাজ শুরু করা হবে। এ ছাড়া এই সেতুর পাশেই স্থায়ী পিসি গার্ডার সেতুর নির্মাণের কাজ দ্রুতই শুরু হবে।
]]>