বেড়েছে বিপিএলের প্রাইজমানি
<![CDATA[
আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের নবম আসর। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এর প্রাইজমানি কত হবে, তা জানিয়েছে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ। এবারের বিপিএলের প্রাইজমানি ৪ কোটি টাকা।
বিপিএলের গত আসরে কোনো প্রাইজমানি ছিল না। চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১ কোটি টাকা, রানার্সআপরা পেয়েছিল ৫০ লাখ টাকা। এবার টাকা বাড়ছে। শিরোপাজয়ী দল পাবে ২ কোটি টাকা ও রানার্সআপ দল পাবে এক কোটি টাকা।
আরও পড়ুন: কী কী চমক থাকছে এবারের বিপিএলে?
প্রাইজমানি সম্পর্কিত এসব বিষয় গণমাধ্যমকে জানিছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএল গর্ভনিং বডির সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে, এবারের আসরে ডিআরএস থাকবে। সেটা হবে দেশি ডিআরএসের আপডেট ভার্সন।
এবারের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আরও পড়ুন: ফিটনেস ফিরে পেতে জোর অনুশীলনে মাশরাফী
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। দিনের প্রথম খেলা মাঠে গড়াবে বেলা ২টায়। আর দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়। তবে শুক্রবার দিনের প্রথম ম্যাচ মাঠে গড়াবে বেলা আড়াইটায় আর দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা সোয়া ৭টায়।
]]>




