বেনজেমা-ক্রুসের গোলে রিয়ালের স্বস্তির জয়
<![CDATA[
শেষ লিগ ম্যাচে হার ও চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে শিরোপা খোয়ানোর দুঃখ ভুলে অবশেষে স্বস্তির জয় পেল লস ব্লাঙ্কোসরা। করিম বেনজেমা ও টনি ক্রুস নৈপুণ্যে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে তারা।
রোববার (২২ জানুয়ারি) লা লিগার ম্যাচে রিয়াল জয় পেয়েছে ২-০ গোলের।
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কার্লো আনচেলত্তির শিষ্যদের। লিগের শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে বেনজেমারা হেরেছিল ২-১ গোলের ব্যবধানে। সে ধাক্কা কাটিয়ে না উঠতেই সুপার কাপের ফাইনালে ৩-১ গোলের ব্যবধানে তাদের হারতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে। এরপর কোপা দেল রের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলের জয় পেলেও বেশ ধুঁকতে হয়েছে ব্লাঙ্কোসদের।
রোববার রাতে লিগ ম্যাচে ফিরে বিলবাওয়ের বিপক্ষে যে খুব একটা স্বস্তিতে ছিল সেটা বলা যাবে না। ম্যাচে তারা পিছিয়ে ছিল বল দখলে। গোলের উদ্দেশে শট নেয়াতেও তাদেরকে পেছনে ফেলেছে অ্যাথলেটিক বিলবাও।
আরও পড়ুন: জয় দিয়ে অভিষেক রাঙালেন রোনালদো
আক্রমণ পাল্টা-আক্রমণে শুরু থেকে জমে ওঠে ম্যাচ। ১০ মিনিটে থিবো কর্তোয়ার কল্যাণে গোল হজম থেকে রক্ষা পায় রিয়াল। প্রতিপক্ষের একের পর এক আক্রমণ সামলে ম্যাচের ২৪ মিনিটে লিড পায় তারা। দানি সেবাইয়োসের ক্রসে ডি-বক্সে পেয়ে মার্কো আসেনসিও ব্যাক হেড দেন। বল পেয়ে যান বেনজেমা। শূন্যে থাকা অবস্থাতেই বল বাঁ পায়ের জোরালো শটে জালে পাঠান ৩৫ বছর বয়সী এ ফরাসি স্ট্রাইকার। প্রথমার্ধের বাকি সময়ে রিয়াল বা বিলবাওয়ের আর কোনো খেলোয়াড় উল্লেখযোগ্য কোনো আক্রমণ করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে একটি সুযোগ পান নাচো ফের্নান্দেস। কাছ থেকে তার প্রথম প্রচেষ্টা প্রতিহত হয় রক্ষণে, ফিরতি শট ঠেকান গোলরক্ষক উনাই সিমোন। সুযোগ নষ্ট করেন মার্কো আসেনসিও। উল্টো ৬৯ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বিলবাও। তবে ১০ গজ দূর থেকে নিকো উইলিয়ামসের নেয়া শট থাকেনি লক্ষ্যে। ৭৩ মিনিটে আসেনসিওর জায়গায় লুকা মদ্রিচকে নামান আনচেলত্তি। চার মিনিট পর ইনাকি উইলিয়ামস রিয়ালের জালে বল পাঠান। তবে রেফারির অফসাইডের বাঁশিতে থেমে যায় বিলবাও সমর্থকদের সমতায় ফেরার আনন্দ।
আরও পড়ুন: শেষ মিনিটের গোলে ম্যানইউকে হারাল আর্সেনাল
৮৫ মিনিটে সেবাইয়োসের বদলি নামেন টনি ক্রুস। মাঠে নামার পাঁচ মিনিটের মাথায় এ জার্মান মিডফিল্ডার বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন। দারুণ দক্ষতায় প্রতিপক্ষ থেকে বল কেড়ে নিয়ে রদ্রিগো পাস দেন ডানপ্রান্তে থাকা ভালভার্দেকে। তার থেকে ফিরতি শট নিয়ে রদ্রিগো বল তুলে নেন ডি-বক্সের ঠিক বাইরে থাকা ক্রুসকে। জায়গায় দাঁড়িয়ে তিনি খুঁজে নেন ঠিকানা। তাতে জয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের। যোগ করা ৫ মিনিটে আর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বিলবাও।
ম্যাচ জিতে পূর্ণ ৩ পয়েন্ট পেলেও লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই অবস্থান করছে রিয়াল। সমান ১৭ ম্যাচে তাদের তুলনায় ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। রিয়ালের পয়েন্ট ৪১।
]]>




