বেনাপোলে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন
<![CDATA[
সীমান্ত হত্যা বন্ধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধসহ বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে যশোরের বেনাপোল সীমান্তের দু’দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বেনাপোল সীমান্তের দৌলতপুরের তেরঘর নামক শুন্যরেখায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সীমান্ত সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ এবং ভারতের পক্ষে ছিলেন বিএসএফের ১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হারেন্দ্র সিং তমার।
আরও পড়ুন: সীমান্তে চোরাচালান-অনুপ্রবেশ ঠেকাবে বিজিবি-বিএসএফ
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ জানান, সীমান্তের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উভয়ের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক এ বৈঠকে উভয়পক্ষ বিভিন্ন বিষয়ে আলোচনার পর একমত পোষণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে শুভেচ্ছা স্মারক বিনিময়ের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দীর্ঘায়ু কামনা করে সমন্বয় সভা শেষ হয়।
]]>




