বেনাপোলে সোনা ফেলে পালাল ওরা
<![CDATA[
ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কোনো পাচারকারী আটক হয়নি।
সোমবার রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর মুসলিম হোটেলের সামনে চোরাকারবারিদের ধাওয়া করে সোনার এ চালানটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: জুতার মধ্যে এক কেজি সোনা!
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ভারত থেকে ফেনসিডিল পাচার হয়ে আসছে-এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের সাদিপুর সড়কে অভিযান চালায় পুলিশ। হঠাৎ দুজন লোক পুলিশেরসোনা উদ্ধার উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। এ সময় তারা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটের ভেতরে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।
ওসি আরও জানান, উদ্ধারকৃত সোনা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা দেয়া হবে।
]]>




