বেনাপোল বন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ক্ষয়ক্ষতি কম
<![CDATA[
বেনাপোল বন্দরের ৩২ নম্বর পণ্যগারের অফিস কক্ষে আগুন লেগে আমদানিপণ্যের কাগজ পত্রসহ কিছু আমদানি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে বন্দরের ৩২ নম্বর পণ্যগারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, রাতে হঠাৎ করে বন্দরের ৩২ নম্বর কেমিক্যাল পণ্যগারের অফিস রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে আগুন অফিস রুম থেকে ছড়িয়ে পড়ে পণ্যগারে। তবে দ্রুতই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায় মালামাল।
আরও পড়ুন: বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
বেনাপোল বন্দর ট্রাক ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারি আজিম উদ্দীন গাজি জানান, গত এক বছরে বেনাপোল বন্দরে এ নিয়ে ৪টি ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিরোধ ব্যবস্থায় বন্দরকে আরও সাবধানতা বাড়াতে হবে।
বেনাপোল বন্দর পরিচালক মো. মনিরুজ্জামান জানান, ফায়ারসার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। কিছু কাগজপত্র পুড়েছে। তবে মালামালের ক্ষতি হয়নি।
বেনাপোল ফায়ার স্টেশনের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে। স্টোররুমের কিছু কাগজ পুড়ে গেছে। এছাড়া কয়েকটা কেমিক্যালের ড্রামও পুড়ে গেছে। তবে দ্রুত প্রতিরোধ ব্যবস্থা নিতে পারায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।
]]>




