বিনোদন

বোয়ালমারীতে মতবিনিময়ে নতুন ডিসি

<![CDATA[

ফরিদপুরে নবাগত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের আগমন উপলক্ষে মতবিনিময়, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বোয়ালমারী উপজেলা পরিষদ হল রুমে প্রশাসন ও পরিষদের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

এর আগে তিনি উপজেলা চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: ঢাকা জেলার প্রশাসক মমিনুর রহমান

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান ও অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। 

সেখানে আরও বক্তব্য রাখেন পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন মিয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, ওসি মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, প্রেসক্লাব বোয়ালমারী সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী, চতুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, সাতৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মাদ রাফিউল আলম মিন্টু প্রমুখ।

আরও পড়ুন: নতুন প্রশাসক পেল ২৩ জেলা

অনুষ্ঠান শেষে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের উচ্চ ফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। 

এছাড়াও সমবায় ও পল্লী উন্নয়ন বোর্ডের চেক বিতরণ ও ডিজিটাল সেবা প্রদর্শনী করা হয়। পরে নবাগত জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!