ব্যক্তিগত জীবন নিয়ে ঘাঁটাঘাঁটি পছন্দ করি না: নুসরাত ফারিয়া
<
‘বিবাহ অভিযান-২’ কী অবস্থা-
প্রথম লটের শুটিং শেষ করে এসেছি। ৪ দিনের ছুটিতে এসেছি। বিবাহ অভিযানের সেটে ঢুকলে মেলার মতো মনে হয়। আমার আর অঙ্কুশের সঙ্গে একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে। অঙ্কুশের সঙ্গে আমার চতুর্থ সিনেমা এটি। সোহিনির সঙ্গে অভিজ্ঞতা বেশ ভালো। এগুলোর প্রতিফলনই দেখা যাবে ‘বিবাহ অভিযান-২’ সিনেমায়।
আরও পড়ুন: ‘হাওয়া’র মতো সিনেমা বানানোর চ্যালেঞ্জ নেবে না সুমন
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা হয়, কীভাবে দেখেন?
আমার মনে হয়, কাজ নিয়েই আলোচনা হওয়া দরকার। শিল্পীর চর্চা থাকা উচিত তার কাজের ওপর। দিনশেষে মানুষ ভালো কন্টেন্ট পছন্দ করে। আলোচনা-সমালোচনা কিন্তু একটা সময় পর চলে যায়। ব্যক্তিগত জীবন নিয়ে ঘাঁটাঘাঁটি পছন্দ করি না। সেটা করলে হয়তো, আরও অ্যাটেনশন পেতাম। কিন্তু আমার মনে হয় সেটি আমার দরকার নেই।
নতুন গান কবে আসবে?
ডিসেম্বরে আসবে, আশা করি। আমার গান মানেই একধরনের ধামাকা। উৎসব সিজনে আমি গানটি প্রকাশ করার চিন্তা করছি।
জীবনে নতুন মানুষ কবে আসবে?
হবে না। হাহাহা।
]]>




