বাংলাদেশ

ব্যবসায়ীকে অপহরণ করে টাকা আদায়, পুলিশের ৩ সদস্য রিমান্ডে

<![CDATA[

পুরান ঢাকার এক ব্যবসায়ীকে অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার পুলিশের তিন সদস্যসহ ছয়জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত কনস্টেবল মুনশি আবদুর রহমান ও শেখ ফরিদ এবং সুনামগঞ্জে কর্মরত নাজমুল হোসেন এবং গোপালগঞ্জের জুবায়ের শিকদার, বরিশালের আমিন খান ও শরীয়তপুরের বোরহান উদ্দিন শিকদার। পুলিশ সদস্যদের চার দিনের এবং বাকিদের এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ডিবিপ্রধান ডিআইজি হারুন-অর রশিদ জানান, গত বুধবার রাতে ডিবি তাদের গ্রেফতার করে। বর্তমানে তিন কনস্টেবলসহ ছয়জনই ডিবি হেফাজতে রয়েছে।

আরও পড়ুন: বুয়েট ছাত্র হত্যা: পরশের বান্ধবী ৫ দিনের রিমান্ডে

জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা ভুয়া সিআইডি পরিচয়ে মোহাম্মদ মাহবুব আলী নামে এক ব্যক্তিকে ধানমন্ডি থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে নির্যাতন করে ৩ লাখ ২৮ হাজার ৮৬০ টাকা আদায় করে। এ ঘটনায় বাদী হয়ে গত ৮ নভেম্বর ধানমন্ডি থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলার তদন্তভার পেয়েছে ডিবি। এই অপহরণ ও অর্থ আদায়ের সঙ্গে পুলিশের তিন কনস্টেবলের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাবুল আক্তার রিমান্ডে

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!