ব্যর্থ রোনালদো, গোলশূন্য প্রথমার্ধ
<![CDATA[
ঘানার বিপক্ষে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো, কাজে লাগাতে পারেননি তার সতীর্থরাও। ঘানাও খুব বেশি চাপ তৈরি করতে পারেনি পর্তুগাল শিবিরে। ফলে গোলশূন্যভাবে বিরতিতে গেছে উভয় দল।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ৯৭৪ স্টেডিয়ামে খেলা হয়েছে মূলত ঘানার রক্ষণভাগে। রোনালদোদের মুহুর্মুহু আক্রমণের মুখে ঘানা চাপ তৈরি করতে পারেনি বললেই চলে। সিআরসেভেন বেশ কয়েকবার গোলের সুযোগও তৈরি করেছিলেন, গোলও দিয়েছিলেন তিনি। তবে ফাউলের কারণে তার সেই গোল বাতিল হয়ে যায়।
আরও পড়ুন: উরুগুয়ে-দক্ষিণ কোরিয়ার ম্যাড়মেড়ে ম্যাচ গোলশূন্য ড্র
ম্যাচের ১০ মিনিটের মাথায় আক্রমণে যায় পর্তুগাল। এ সময় বার্নার্দো সিলভার সামনে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ঘানার মোহাম্মদ কুদ্দুস। সিলভা পাস দেন ক্রিস্টিয়ানো রোনালদোকে, সিআরসেভেনের শট ফিরিয়ে দেন ঘানার গোলরক্ষক লরেন্স আটি-জিগি। দুই মিনিট পর সুবর্ণ সুযোগ এসেছিল পর্তুগিজ সুপারস্টারের সামনে। বাম প্রান্ত থেকে ভেসে আসা বলে লাফিয়ে উঠে হেডও করেন তিনি, কিন্তু সেই হেডার চলে যায় পোস্টের অনেকটা বাইরে দিয়ে।
রোনালদো ঘানার জালে বল জড়ান ম্যাচের ৩০ মিনিটের মাথায়। জোয়াও ফেলিক্সের দারুণ এক পাসে বল পেয়ে যান তিনি। কিন্তু সেই মুহূর্তে ঘানার রক্ষণভাগের এক খেলোয়াড়কে ফেলে দেন রোনালদো। ফলে রেফারি সেই গোল বাতিল করে দেন। রোনালদোর চোখেমুখে তখন রাজ্যের হতাশা। ঘানা প্রথম আক্রমণ করে ম্যাচের ৩৬ মিনিটে। পর্তুগাল সেই আক্রমণ সামাল দেয় কর্নারের বিনিময়ে।
বিরতির আগে আগে ঘানার গোলরক্ষকের সামনে বল পেয়েছিলেন রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের পাসে বল ফেলিক্সের গায়ে লেগে রোনালদোর কাছে আসে। কিন্তু জুতসই শট নিতে পারেনিনি তিনি। ফলে বৃথাই যায় গোলের সে প্রচেষ্টা।
]]>




