ব্যর্থ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না: খন্দকার মোশাররফ
<![CDATA[
বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ব্যর্থ দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণ তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) জাতীয়তাবাদী সামাজিক সংস্থার (জাসাস) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে বিশ্ব দরবারে আইনশৃঙ্খলা বাহিনীর ইমেজ নষ্ট করছে।
বর্তমান সরকারের কারণে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃত নয়।
দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, বিএনপির কর্মসূচী ঘিরে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। যা নজিরবিহীন।
আরও পড়ুন: নির্বাচনকালীন সরকার নিয়ে দুই মেরুতে আ. লীগ-বিএনপি
সরকারকে ক্ষমতায় রেখে দেশে গণতন্ত্র ও অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় বলেও মন্তব্য করেন ড. মোশাররফ।
]]>




