ব্যস্ত সড়কেই চলছে বেচাকেনা
<![CDATA[
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে হাটের নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে ব্যস্ত সড়কের ওপরই করছেন বেচাকেনা। দখলদারদের কাছ থেকে সরকারি খাস জায়গা উদ্ধার করে হাটের নির্দিষ্ট জায়গা নির্ধারণের দাবি স্থানীয় ও ব্যবসায়ীদের।
নড়াইল, যশোর ও ঝিনাইদহ জেলার সীমানাবর্তী শালিখা উপজেলা। উপজেলার প্রশাসনিক বানিণিকসহ সব অফিস- আদালতের কার্যক্রম পরিচালিত হয় ব্যস্ততম ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া বাজার থেকে। এখান থেকেই তিন জেলায় সড়ক পথ রয়েছে।
সরকারি বিভিন্ন জায়গা দখলে থাকায় প্রতি নিয়তই কৃষকরা তাদের উৎপাদিত সবজি জীবনের ঝুঁকি নিয়ে বেচাকেনা করছেন ব্যস্ততম সড়কের চৌরাস্তার ওপর। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন ক্রেতা ও বিক্রেতারা।
সবজি ব্যবসায়ী সোলেমান হোসেন জানান, প্রতিনিয়তই তারা হাটের খাজনা দিয়েও বসার জায়গাসহ কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। এতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের।
আরও পড়ুন: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলেই কর কমাতে চান ঋষি সুনাক
ব্যবসায়ী সুবল দাস জানান, তারা পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে এই মহাসড়কের ওপর বেচাকেনা করেন।
আড়পাড়া বাজার কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায় বলেন, প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকায় এই হাট ইজারা দেয়া হয়। বার বার জানিয়েও এখনও হাটের কোনো স্থায়ী জায়গা পাওয়া যায়নি। বেশ কয়েকবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদনও করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।
উপজেলা চেয়াম্যান কামাল হোসেন বলেন, এ বিষেয়ে দ্রুত সমাধানের জন্য মিটিং করা হয়েছে। আশাবাদী অচিরেই এর সমাধান করা হবে।
আরও পড়ুন: সুনামগঞ্জে বেড়েছে সরিষার আবাদ
প্রতি সপ্তাহে শনি ও বুধবার এই হাটটি বসে।
]]>




