ব্যাকামের ১৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
<![CDATA[
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট মেন্টাল হেলথের (ব্যাকাম) ১৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘শিশু এবং কিশোর মানসিক স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনকে অগ্রাধিকার দেয়া’ শীর্ষক প্রতিপাদ্যে ব্যাকামের ১৫তম বার্ষিক কনফারেন্স ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মনোরোগ বিষেশজ্ঞ ও কথাসাহিত্যিক অধ্যাপক ডা. আনোয়ারা সৈয়দ হক।
ব্যাকামের সভাপতি ও বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাকামের প্রতিষ্ঠাতা প্রফেসর এস আই মল্লিক।
প্রফেসর ডা. আনোয়ারা বেগম মোবাইল ফোনকে মেশিন আখ্যা দিয়ে বলেন ‘মোবাইল ফোন যেন আমাদের নিয়ন্ত্রণ না করে, বরং আমরা যেন মেশিন নিয়ন্ত্রণ করতে পারি।’
সম্মেলনে ১৩ টি বৈজ্ঞানিক প্রবন্ধ, ৩টি ওয়ার্কশপ এবং একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ সম্মেলন ১৫ নভেম্বর শেষ হয়।
আরও পড়ুন: স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের নাম বদলে হচ্ছে ‘বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং’
এ অনুষ্ঠানে প্রথম দিনের সব কার্যক্রম আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ছিল জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ব্যাকামের নবনির্বাচিত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ এবং জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার জাহিদ উদ্দিন চৌধুরী।
২০০১ সাল থেকে জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ব মানের ওষুধ প্রস্তুত করে আসছে। প্রতিষ্ঠানটি বর্তমানে শিশুদের অতিরিক্ত চঞ্চলতা, বিষন্নতা, হতাশা, শূচিবায়ু, সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার ইত্যাদি রোগে ব্যবহৃত প্রায় সকল ওষুধ দেশে ও দেশের বাইরে বিপণন করছে। জাহিদ উদ্দিন চৌধুরী মানসিক স্বাস্থ্যখাতে জেনারেল ফার্মাসিউটিক্যালসের ভূমিকা তুলে ধরেন।
সাধারণ সভায় নতুন কমিটির সভাপতি হিসেবে ডা. হেলাল উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ডা. নিয়াজ মোহাম্মদ খান পরবর্তী দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন।
এছাড়া ব্যাকামের ট্রেজারার ডা. সিফাত-ই-সাঈদ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মহাদেব চন্দ্র মণ্ডল, অধ্যাপক ডা. ফারুক আলম, বি.জে অধ্যাপক ডা. এম কামরুল হাসান, অধ্যাপক ডা. সাহিদা চৌধুরী, বিএপির সহ সভাপতি বি. জে (অব) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার ব্লিপব, (বিএপি) এর সাধারণ সম্পাদক ও এনআই এমএইচ এর সহযোগী অধ্যাপক ডা. তারিকুল আলম, ডা. নিয়াজ মোহাম্মদ খান প্রমুখ।
]]>




