বাংলাদেশ
ব্যানবেইসের নতুন মহাপরিচালক নিয়োগ
<![CDATA[
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মো. মুহিবুর রহমান। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (৭ নভেম্বর) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন আরেক অতিরিক্ত সচিব মো. আবদুল মান্নান। তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: প্রশ্নফাঁসে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
উল্লেখ্য, প্রশাসনে ১৭টি অতিরিক্ত সচিব পদে রদবদল আনা হয়েছে।
]]>




