ব্রাজিলের কোচ হচ্ছেন মরিনহো?
<![CDATA[
হন্যে হয়ে নতুন কোচ খুঁজছে ব্রাজিল। তিতের উত্তরসূরি হিসেবে গার্দিওলা ও আনচেলত্তির পর হোসে মরিনহোর নামও শোনা যাচ্ছে। তবে, ইউরোপীয় গণমাধ্যমের দাবি- ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গেই থাকতে চান মরিনহো। আপাতত সিরি আ’র শিরোপা জয়ই তার মূল লক্ষ্য।
বিশ্বকাপ ঘিরে বড় স্বপ্ন দেখেছিল ব্রাজিলিয়ানরা। কিন্তু, নেইমার-ক্যাসেমিরো-ভিনিসিয়ুসদের টপ ক্লাস টিম নিয়েও ব্যর্থ কোচ তিতে। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে সেলেসাওরা। তিতের কৌশল আর সাবস্টিউট প্ল্যানিং নিয়ে চরম হতাশ দেশের মানুষ।
ব্যর্থতার দায় নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরপরই পদত্যাগ করেন তিতে। সেই থেকেই নতুন কোচের সন্ধানে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। প্রতিদিনই বড় বড় নাম নিয়ে গুঞ্জন চলছে। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা, রিয়াল মাদ্রিদ বস কার্লো অ্যানচেলত্তির পর সে তালিকায় যোগ হয়েছে আরও এক হাইপ্রোফাইল হোসে মরিনহোর নাম।
বর্তমানে ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে চুক্তিবদ্ধ দ্য স্পেশাল ওয়ান। ২০২১ সালে ক্লাবটিতে যোগ দেন এই পর্তুগিজ। ৫৯ বছর বয়সী কোচের সঙ্গে রোমার চুক্তি ২০২৪ সাল পর্যন্ত। ইউরোপিয়ান মিডিয়া বলছে, রোমে নাকি সুখেই আছেন হোসে। ক্লাবের সঙ্গে তার বোঝাপড়া দারুণ। ইতালিয়ান লিগ সিরি আ’ শিরোপা জয়ই নাকি আপাতত তার কাছে প্রাধান্য পাচ্ছে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপের ফাইনাল পুনরায় খেলার দাবিতে পিটিশন
তবে, স্পেশাল ওয়ান খ্যাত কোচের ব্যাপক চাহিদা আন্তর্জাতিক ফুটবল বাজারে। কিছুদিন ধরেই খবর- তাকে দায়িত্ব দিতে চাইছে পর্তুগাল। বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে মূল একাদশে না রাখা নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন ফার্নান্দো সান্তোস। রিয়াল মাদ্রিদে থাকাকালীন মরিনহোর সঙ্গে সিআরসেভেনের সুসম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৪ সালের ইউরোর জন্য জাতীয় দলে নাকি তাকে পেতে চাইছে পর্তুগিজরা। যদিও এ নিয়ে নাকি খুব একটা আগ্রহ দেখাননি মরিনহো।
সেলেকাওদের এ আগ্রহের মাঝেই রেসে নেমেছে সেলেসাওরা। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কর্মকর্তারা শিগগিরই ইতালিতে যাবেন এবং মরিনহোর সঙ্গে সামনাসামনি কথা বলবেন বলে খবর বেরিয়েছে। ২০২৩ সালের জানুয়ারির মধ্যেই স্পেশাল ওয়ানের কাছ থেকে ইতিবাচক উত্তর আশা করছে তারা।
]]>