ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন ভিনিসিউস
<![CDATA[
রিয়াল মাদ্রিদের গত মৌসুমের সফলতার পেছনে করিম বেনজেমার পর বড় অবদান ভিনিসিউস জুনিয়রের। গত মৌসুমে ইউরোপের লিগগুলোতে সবচেয়ে বেশি উন্নতি করা খেলোয়াড় তিনিই। এক মৌসুম আগেও পারফরম্যান্সের জন্য সমালোচিত ভিনি গত মৌসুমের ব্যালন ডি’ অরে হয়েছেন অষ্টম। ব্রাজিলের হয়ে এখনও নিজেকে প্রমাণ করতে না পারলেও তিতের আস্থা আছে ২২ বছর বয়সী তারকার ওপর। তাই কাতারে নিজেকে চেনানোর সুযোগ পাচ্ছেন ভিনি।
কাতার বিশ্বকাপে ব্রাজিলের আশা-ভরসার কেন্দ্রবিন্দু নেইমার হলেও ভিনিসিউসও হতে পারেন নায়ক। তিতের হাতে থাকা দুর্দান্ত আক্রমণভাগে তরুণ ভিনিই হতে পারেন তুরুপের তাস। নেইমারের মতোই লেফট উইঙ্গার হওয়ায় একাদশে জায়গা পাওয়া নিয়ে চিন্তা থাকলেও বিশ্বকাপে তিতে নেইমারকে অ্যাাটকিং মিডফিল্ডার হিসেবে খেলিয়ে পেতে পারেন সমাধান। তাতে দলের আক্রমণে বিচিত্র আসার পাশাপাশি বাড়বে মধ্যমাঠের বিচিত্র।
দারুণ গতির সঙ্গে ড্রিবলিংয়ে পারদর্শী ভিনিসিউসকে আটকানো প্রতিপক্ষের জন্য অত্যন্ত কঠিন কাজ। তবে আরও ক্ষুরধার হতে হলে ভিনিসিউসকে নজর দিতে হবে গোলের সামনে নিজের অ্যাকুরেসির দিকে। সহজ সুযোগ নষ্ট না করলে তার নামের পাশে থাকতো আরও অনেক বেশি গোল।
২০০০ সালে জন্ম নেয়া ভিনি ২০১৭ সালে মাত্র ১৭ বছর বয়সে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন ব্রাজিলিয়ান লিগের দল ফ্ল্যামেঙ্গোর হয়ে। প্রথম মৌসুমেই তার প্রতিভা ধরা পড়ে রিয়াল মাদ্রিদের স্কাউটদের চোখে। ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই তাকে ৪৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভেড়ালেও এই দলবদল কার্যকর হয় তার ১৮তম জন্মদিনের পরেই। টিনএজার ফুটবলারদের মধ্যে রেকর্ড মূল্যে দলবদল করা ভিনি শুরুতে খেলেন রিয়াল মাদ্রিদের বি টিমের হয়ে। তবে দ্রুতই সুযোগ পান সিনিয়র দলে খেলার।
আরও পড়ুন: প্রথম আসরের শিরোপজয়ীদের মুখোমুখি দক্ষিণ কোরিয়া
বিশ্বসেরা ক্লাবটির হয়ে তার শুরুটা অবশ্য খুব একটা মসৃণ ছিল না। দারুণ গতি ও ড্রিবলিং ক্ষমতা থাকলেও ফাইনাল বলে তার দুর্বলতার জন্য বেশ সমালোচিত হচ্ছিলেন তিনি। তবে সবশেষ মৌসুমে ২২ গোল করে এ জায়গায় নিজের উন্নতির বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন এই উইঙ্গার।
রিয়াল মাদ্রিদের ডাবলস জয়ের মৌসুমে ভিনিসিউসের পরিসংখ্যানই বলে দেয় কত উঁচুমাপের খেলোয়াড় তিনি। যেমন গোল করেছেন, তেমনি সতীর্থদের দিয়ে করিয়েছেনও। ২২ গোল করার পাশাপাশি করিয়েছেন ২০ গোল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করে রিয়াল মাদ্রিদের ১৪তম শিরোপা নিশ্চিত করেন তিনিই।
আরও পড়ুন: ব্রাজিলের ম্যাচ দেখবেন যেভাবে
২০১৯ সালে ব্রাজিলের জার্সিতেও অভিষেক হয় ভিনিসিউসের। অভিষেকের পর প্রথম গোল পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ২ বছর। ২০২২ সালের ২৪ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে জাতীয় দলের জার্সিতে একমাত্র গোলটি করেন তিনি। সে ম্যাচে ৪-০ ব্যবধানে জয় পায় সেলেসাওরা।
নাম: ভিনিসিউস হোসে পিক্সাও দি অলিভিয়েরা জুনিয়র
জন্ম: জুলাই ১২, ২০০০, সাও গন্সালো
ক্লাব: রিয়াল মাদ্রিদ
পজিশন: উইঙ্গার
জাতীয় দলের জার্সি নম্বর: ১৮
বিশ্বকাপে অংশগ্রহণ: প্রথমবার
]]>




