বিনোদন

ব্রাজিলের নির্বাচনে ঝুলছে আমাজনের ভাগ্য

<![CDATA[

কে হচ্ছেন ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা নাকি বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারো? এটি শুধু একটি নির্বাচন নয় বরং এই নির্বাচনের ওপর নির্ভর করছে বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট, পৃথিবীর ফুসফুস আমাজনের ভাগ্য। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনে জাইর বলসোনারোর বিজয়ে মহাবন আমাজন ধ্বংসের ধারাবাহিকতা বজায় থাকতে পারে এবং বনটিকে ধ্বংসের শেষপ্রান্তে ঠেলে দিতে পারে।

বিপরীতে, সাবেক রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিজয় বনকে রক্ষায় করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখতে পারেন। কেননা, লুলা দা সিলভা ক্ষমতায় থাকাকালে আমাজন ধ্বংসের বিপরীতে বনটিকে রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছিলেন।

আমাজন রেইনফরেস্ট কার্বন ডাই অক্সাইডের শোষণের একটি বিশাল ভান্ডার হিসেবে পরিচিত যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বনে আগুন দেয়া এবং গাছ কাটার কারণে বনটি কার্বন শোষণের চেয়ে বেশি নির্গত করছে।

গবেষকরা গত মার্চ মাসে দেখিয়েছিলেন, আমাজন এমন একটি পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে যেখানে বিশ্ব জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ওপর গভীর প্রভাব রেখে বনটি দ্রুতই হারিয়ে যাবে।

বলসোনারো ২০১৯ সালের শুরুতে প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি ক্ষমতায় আসার পর থেকেই পরিবেশগত সুরক্ষা কমিয়ে এনেছেন এবং নানা পদক্ষেপ নিয়ে বনকে উড়াজ করে চলেছেন।

আরও পড়ুন : ভয়াবহ বিপর্যয়ের মুখে আমাজন!

একটি গবেষণায় দেখা যায় যে ২০১৯ এবং ২০২০ সালে কার্বন ডাই অক্সাইড নির্গমন আগের দশকের গড়ে তুলনায় দ্বিগুণ হয়েছে; যার পেছনে রয়েছে গাছ কাটা এবং বনে অগ্নিসংযোগের মাধ্যমে বন উজাড়।

সর্বশেষ তথ্যে দেখা যায়, গত বছর প্রায় এক মিলিয়ন হেক্টর রেইনফরেস্ট পুড়ে গেছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে এক দশকের মধ্যে দাবানল সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা INPE, এই অঞ্চলে ৩৬ হাজার ৮৫০টি অগ্নি সতর্কতা জারি করেছে যা ২০২১ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি।

 

No description available.
প্রতি বছর হাজার হাজার হেক্টর বনভূমি ধ্বংস করা হয়েছে। ছবি: সংগৃহীত

INPE প্রকাশিত এক গবেষণায় গবেষক লুসিয়ানা গাট্টি বলেন, বলসোনারোর অধীনে বন উজাড়ের কারণে কার্বন ডাই অক্সাইড নির্গমন নাটকীয়ভাবে বেড়েছে। এটি শুধুমাত্র ব্রাজিলের জন্য নয়, পুরো গ্রহের জন্য একটি বড় ঝুঁকি। বলসোনারোর আইন প্রয়োগ হ্রাস পরিবেশগত অপরাধের জন্য দায়মুক্তিকে উৎসাহিত করে।

অন্যদিকে, নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, গত এক দশকে আমাজনের উপর থেকে সংগৃহীত শত শত বায়ু নমুনার উপর ভিত্তি করে ‘আতঙ্কজনক’ ফলাফল দেখা গেছে। গবেষণায় ২০১০-১৮ সালের তুলনায় ২০১৯ এবং ২০২০ সালে কার্বন ডাই অক্সাইড নির্গমন ১২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন : আমাজন উজাড় হচ্ছে উদ্বেগজনক হারে

গবেষণায় দেখা যায়, ২০২০ সালে বন উজাড় ৭৪% বৃদ্ধি এবং আগুনে পুড়ে যাওয়া ৪২% বৃদ্ধির কারণে কার্বন নির্গমন এভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া পরিবেশগত অপরাধের জন্য শাস্তি কমেছে ৮৯%। ২০১৯ সালেও পরিস্থিতি প্রায় একই রকম। আর এই সব কিছুর পেছনে রয়েছে জমি দখল, গরুর মাংস উৎপাদন, সয়া উৎপাদন, খনির সম্পদ আহরণের চেষ্টা ইত্যাদি যা আমাজন ধ্বংস ত্বরান্বিত করছে।

এ বিষয়ে ডব্লিউডাব্লিউএফ-এ মাইক ব্যারেট বলেন, আমাজন একটি গুরুত্বপূর্ণ বিপজ্জনক পরিস্থিতিতে পৌঁছে গেছে।

অন্যদিকে ন্যাশনাল নেটওয়ার্ক ফর প্রোটেক্টেড এরিয়াস ইন ব্রাজিলের পরিচালক অ্যাঞ্জেলা কুকজাচ বলেন, আমরা যা প্রত্যক্ষ করছি তা হলো আমাজনের শেষ। আমরা মরুভূমির জন্য বন এবং জীববৈচিত্র্য বিনিময় করছি। আমরা বলতে পারি না যে আগামী ২০ বা ৩০ বছরের মধ্যে আমাজন হারাচ্ছি। আমরা এই মুহূর্তে এটি হারাচ্ছি।

আমাজন গবেষকদের মতে, ব্রাজিলে নির্বাচনের সুযোগ নিয়ে আমাজনে বন উজারের মাধ্যমে জমি দখলের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।  

আরও পড়ুন : বলসোনারো শেষ করে দিচ্ছেন আমাজন

ব্রাজিলের ইনস্টিটিউটো সোসিওঅ্যাম্বিয়েন্টালের আদ্রিয়ানা রামোস বলেন, এটা বলা অতিরিক্ত হবে না যে, আমাজনের ভাগ্য ২ অক্টোবরের নির্বাচন এবং তার ফলাফলের ওপর নির্ভর করছে। যদি বলসোনারো আরেকটি মেয়াদে জয়লাভ করে, তাহলে বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট টিকে থাকার ক্ষেত্রে নিশ্চিতভাবে হুমকির মুখে পড়বে। অন্যদিকে সে যদি হারে তবে ধ্বংসের প্রান্ত থেকে বনটিকে রক্ষার জন্য ব্রাজিলের সামনে আরেকটি সুযোগ আসবে।

তিনি বলেন, বোলসোনারো প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আদিবাসীদের সঙ্গে বনভূমি দখলকারীদের সংঘাত এমনকি হত্যাকাণ্ড পর্যন্ত তীব্রভাবে বেড়েছে। একইসঙ্গে বেড়েছে বন রক্ষাকারীদের সঙ্গে বন ধ্বংসকারীদের সঙ্গে সংঘাত।

 

No description available.
জমি দখল, কৃষি জমি তৈরি ও খনিজ সম্পদ লুণ্ঠনই আমাজন ধ্বংসের অন্যতম কারণ। ছবি: সংগৃহীত

‘যারাই তাদের কার্যকলাপে বাধা দিয়েছে এক্টিভিস্ট বা সাংবাদিক এবং অসংখ্য আদিবাসী যেমন বন রক্ষাকারী পাওলো পাউলিনো গুয়াজারা— সবাইকে চূড়ান্ত মূল্য পরিশোধ করতে হয়েছে,’ বলেন তিনি।  

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনির্ভাসিটির আমাজন বন উজাড় বিশেষজ্ঞ ড. এরিকা বেরেনগুয়ার নিউ সায়েন্টিস্টকে বলেছেন, ‘আমি একজন বিজ্ঞানী হিসেবে এটাকে হালকাভাবে বলছি না, তবে আমাজন এবং এর টিকে থাকার জন্য এই নির্বাচনটি ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।

আরও পড়ুন : ৯ দেশে বিস্তৃত সাড়ে ৫ কোটি বছরের পুরোনো জঙ্গল!

বেশিরভাগ মতামত জরিপ বলছে, বলসোনারোর বিরুদ্ধে রানঅফ এড়াতে রোববার প্রথম রাউন্ডে প্রয়োজনীয় সামগ্রিক সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার কাছাকাছি লুলা। লুলা প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি ক্ষমতায় গেলে আবারও পরিবেশগত আইনগুলোকে আগের মতো ফিরিয়ে আনবেন ও সংস্কার করবেন। পাশাপাশি বন রক্ষার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগের পাশাপাশি অবৈধভাবে খনিজ সম্পদ লুণ্ঠনকারীদের আমাজন থেকে তাড়িয়ে দেবেন, আদিবাসীদের ফিরিয়ে দেবেন তাদের ভূমি।

যদিও ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত লুলার পরিবেশ উপদেষ্টা এবং ব্রাজিলের পরিবেশ মন্ত্রী ইজাবেলা টেক্সেইরার মতে, বলসোনারোর প্রভাবকে উল্টানো চ্যালেঞ্জিং হবে।

আরও পড়ুন : আমাজনে মিলল সেই ব্রিটিশ সাংবাদিকের মরদেহ

নিউ সায়েন্টিস্টকে তিনি বলেন, এটি একটি বিশাল চ্যালেঞ্জ এবং এটি অতীতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন।

‘কার্বন ব্রিফ’ এর বিশ্লেষণ অনুযায়ী, ৭৬ বছর বয়সী লুলা এরই মধ্যে দুই মেয়াদে—২০০৩ থেকে ২০০৬ এবং ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত—প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। যদি লুলা এবারও প্রেসিডেন্ট পদে জয়ী হন এবং তার পূর্ববর্তী মেয়াদের মতো বন উজাড় হ্রাস সফলভাবে সম্পাদন করতে পারেন তবে আগামী দশকে ব্রাজিলে ধ্বংস ৯০% কমে যাবে।

অন্যদিকে, বলসোনারো ক্ষমতায় ফিরলে আমাজন দ্রুতই অতীত হয়ে যাবে।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!