ব্রাজিলের রক্ষণে ভীতি ছড়াচ্ছে ক্রোয়েশিয়া, গোলশূন্য প্রথমার্ধ
<![CDATA[
কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ব্রাজিলের রক্ষণে প্রথমার্ধে একাধিকবার ভীতি ছড়িয়েছে ব্রাজিল। তবে তারা পায়নি কোনো গোলের দেখা। বিপরীতে খুব একটা সুবিধা করতে পারেনি সেলেসাওরা।
শুক্রবার (০৯ ডিসেম্বর) সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে এডুকেশন সিটি স্টেডিয়ামে প্রথম ৪৫ মিনিটের খেলায় হতাশ করেছেন মদ্রিচ-নেইমাররা। ব্রাজিলের নেয়া ৫ শটের ৩টি অন টার্গেটে থাকলেও তারা কোনো গোলের দেখা পায়নি। অন্যদিকে ক্রোয়েশিয়ার নেয়া ৩ শটের একটিও ছিল না লক্ষ্যে।
ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় ব্রাজিল। ক্রোয়েশিয়ার রক্ষণদুর্গে তারা প্রথম আঘাত হানে ম্যাচের পঞ্চম মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে নেয়া ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস অবশ্য গ্লাভসবন্দি করতে খুব একটা সমস্যা হয়নি ক্রোয়াট গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচের জন্য। প্রথম ১০ মিনিট কিছুটা ব্যাকফুটে থাকার পর হঠাৎ আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ক্রোয়াটরা।
আরও পড়ুন: নাচতে নাচতে মাঠে নেমেছে ব্রাজিল (ভিডিও)
১৩ মিনিটে গোল হজম করতে বসেছিল ব্রাজিল। মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুত গতিতে প্রতিপক্ষের রক্ষণদুর্গে ঢুকে পড়েন পাসালিচ। তবে ডান প্রান্ত থেকে তার পাঠানো পাস গোলবারের সামনে পেয়েও কাজে লাগাতে পারেননি জুরানোভিচ ও পেরিসিচ। পরের মিনিটে লুকা মদ্রিচের ক্রস বক্স থেকে ক্লিয়ার করেন এদের মিলিতাও।
মদ্রিচদের চাপ সামলে ফের আক্রমণে ফেরে ব্রাজিল। ২০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট ডি-বক্সে বাধা পায়। পরের মিনিটে নেইমারের শট চলে যায় লিভাকোভিচের হাতে। দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে নেয়া ক্যাসেমিরোর শট থাকেনি লক্ষ্যে।
আরও পড়ুন: মাইলফলকের সামনে নেইমার
২৫ মিনিটে ডি-বক্সের বাইরে জুরানোভিচকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের লেফট ব্যাক দানিলো। তিন মিনিট পর গোলের দারুণ সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। তবে বাঁ প্রান্ত থেকে পেরিসিচের ক্রস চলে যায় গোলবারের উপর দিয়ে।
৩১ মিনিটে বল নিয়ে ডি-বক্সে ঢোকার পথে নেইমারের জার্সি টেনে ধরে হলুদ কার্ড দেখেন ব্রোজোভিচ। ১০ মিনিট পর ডি-বক্সের ঠিক বাইরে ফাউলের বদৌলতে ফ্রি-কিক পেয়ে যায় ব্রাজিল। তবে নেইমারের সে শট ভেদ করতে পারেনি ক্রোয়েশিয়ার রক্ষণদুর্গ। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
]]>