খেলা

ব্রাজিলে খেলতে নাজমুলের প্রয়োজন ৩ লাখ টাকা

<![CDATA[

পেলের শহর সাওপাওলোর সালতো ফুটবল ক্লাবের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলার নাজমুল হোসেন আকন্দ। তিন মাস ট্রায়াল বেসিসে ব্রাজিলের সবচেয়ে বড় বয়সভিত্তিক লিগ ‘কপিনহা’ তে খেলবেন ২০ বছর বয়সী এই ফুটবলার। খেলা ভালো লাগলে স্থায়ীভাবে ব্রাজিলের তৃতীয় বিভাগ লিগে থিতু হওয়ার সুযোগ। তবে সে জন্য নাজমুলের প্রয়োজন ৩ লাখ টাকা।

যা এর আগে কেউ করে দেখাতে পারেনি, সেটি করার দ্বারপ্রান্তে নাজমুল। প্রথমবারের মতো ব্রাজিলের ক্লাবে খেলার হাতছানি। পেলের শহর সাওপাওলোর সালতো ফুটবল ক্লাবের হয়ে খেলতে চলতি মাসের শেষ দিকে পাড়ি দেবেন তিনি। তিন মাস ট্রায়াল বেসিসে ব্রাজিলের সবচেয়ে বড় বয়সভিত্তিক লিগ ‘কপিনহা’ তে খেলবেন। খেলা ভালো লাগলে স্থায়ীভাবে সেখানে খেলার সুযোগ পাবেন ২০ বছর বয়সী এই খেলোয়াড়।

আরও পড়ুন: আর্জেন্টিনার বাংলাদেশে আসা নিয়ে কোনো সংশয় নেই: কিরণ  

বাংলাদেশের ফুটবলার নাজমুল হোসেন আকন্দ বলেন, ‘আমি যাচ্ছি সালতো ফুটবল ক্লাবে খেলতে। ওইখানে তিন মাস থাকব। প্রথমে আমি সেখানে গিয়ে একটা টুর্নামেন্ট খেলব তাদের জুনিয়র দলের সঙ্গে। এরপর আমি দুই মাস সিনিয়র দলের সঙ্গে ট্রেনিং করব। সেখানে তাদের আমার খেলা ভালো লাগলে আমাকে তারা ৬ মাস বা এক বছরের জন্য চুক্তিবদ্ধ করবে।’    

২০১৯ এ ক্রীড়া মন্ত্রণালয় চার জন নবীন ফুটবলারকে ব্রাজিলে উন্নত প্রশিক্ষণের জন্য নিয়ে গিয়েছিল। নাজমুল তাদেরই একজন। ব্রাজিল থেকে ফিরেই সাইফে নাম লেখান এই প্রতিভাবান ফুটবলার। যোগ দিয়েই সাইফের কোচ ব্রাজিলিয়ান ডগলাস সিলভার নজর কাড়েন। তারই পরিপ্রেক্ষিতে গত আগস্টে ভিসা আবেদন করেও নানা জটিলতায় পাননি। তবে এবার আর ব্যর্থ হলেন না সাফ ও এএফসিতে দেশের প্রতিনিধিত্ব করা রংপুরের এই ফুটবলার। জানালেন ব্রাজিলের গামা ফুটবল ক্লাবে থাকা তার অনেক বন্ধু অপেক্ষায় আছেন।

নাজমুল বলেন, ‘আমার ক্লাবে অনেক বন্ধু আছে, তাদের সঙ্গে কথা হয় মাঝেমধ্যে। আমি তাদেরকে জানিয়ে দিয়েছি, আমি ব্রাজিল যাচ্ছি আবার। তারা আমাকে জানায় ব্রাজিলে থাকতে আমার কি কি প্রয়োজন।’  

জাতীয় দলের তপু বর্মণ-কিরণের আগেই লাতিন আমেরিকায় থিতু হওয়ার সুযোগ নাজমুলের সামনে। তবে সে জন্য প্রয়োজন ৩ লাখ টাকার। মোহামেডানে মাসিক চুক্তিতে খেলা ডিফেন্ডারের পক্ষে যা বহন করা কিছুটা কষ্টসাধ্য।

নাজমুল বলেন, ‘সব মিলিয়ে তিন লাখ টাকা লাগবে। এই টাকা এখনও ম্যানেজ হয়নি। টাকা ম্যানেজ হলেই এই মাসে চলে যাব, ইনশাআল্লাহ।’  

আরও পড়ুন: আর্জেন্টিনার আসার খবর জানেন না ক্রীড়া প্রতিমন্ত্রী  

এই সামগ্রিক প্রক্রিয়ায় নাজমুলকে সাহায্য করেছে বাফুফে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সালতো ফুটবল ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামবে নাজমুল।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!