ব্রাজিল কোচের সম্ভাব্য তালিকায় এনরিকে!
<![CDATA[
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ব্রাজিলের কোচের দায়িত্ব ছেড়েছেন তিতে। তার জায়গায় কাকে আনবে বোর্ড তা নিয়ে রয়েছে নানান জল্পনা। বেশ কিছুদিন ধরে জিদানের নাম শোনা যাচ্ছিল ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব হওয়া নিয়ে। এবার সেই তালিকায় যোগ হয়েছেন সদ্য স্পেনের কোচ থেকে সরে দাঁড়ানো কোচ লুইস এনরিকে।
জিদান, আনচেলত্তি, মরিনহোর নাম বারবার শোনা যাচ্ছিল ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে। এবার তালিকায় যুক্ত হয়েছেন এনরিকে। স্প্যানিশ সংবাদমাধ্যম ফুটবল এস্পানার খবর এমনটাই বলছে।
আরও পড়ুন: ফুটবলকে বিদায় বলে দিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার
স্পেনকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন নিয়ে কাতারে গিয়েছিলেন এনরিকে। তবে মরক্কোর কাছে নাটকীয়ভাবে হেরে শেষ ১৬ থেকেই বিদায় নেয় স্পেন। যার পরই স্পেনের দায়িত্ব থেকে সেরিয়ে দেয়া হয় এনরিকেকে।
কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, ক্লাব ফুটবলে ফিরতে যাচ্ছেন এনরিকে। সাবেক বার্সেলোনা কোচের নাম শোনা যাচ্ছিল অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে। তবে তা এখনও গুঞ্জনই রয়ে গেছে।
তবে ক্লাব নয়, জাতীয় দলের দায়িত্বেই দেখা জেতে পারে এনরিকেকে। ব্রাজিল ফুটবল ফেডারেশন লুইস এনরিকেকেও তাদের জাতীয় দলের সম্ভাব্য কোচের দায়িত্বে রেখেছে। শুধু সম্ভাব্য তালিকায়ই নয়, এনরিকের সঙ্গে কথাও বলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
তবে শেষ পর্যন্ত এনরিকেকে কোচ হিসেবে বেছে নেয়া হবে কি না, তা নিয়েও রয়েছে প্রশ্ন। কারণ, ব্রাজিল ফুটবল ফেডারেশনের পাশাপাশি ব্রাজিলের সমর্থকরাও চান না দেশের বাইরের কেউ কোচ হোক। সে কারণেই এখনও জিদানের সঙ্গে বা মরিনহোর সঙ্গে কথা পাকাপাকি করেনি তারা।
আরও পড়ুন: ফিফার বর্ষসেরা কোচের তালিকায় যে ৫ জন
এদিকে শুধু ব্রাজিল ফুটবল ফেডারেশন কিংবা ব্রাজিলের সমর্থকই নন, ব্রাজিলের সাবেক ফুটবলাররাও চান না দেশের বাইরে থেকে কেউ ব্রাজিলের কোচ হোক। সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রিভালদো মনে করেন, বাইরে থেকে কাউকে কোচ করলে তা ব্রাজিলের ফুটবল-সংস্কৃতির অপমান হবে।
]]>




