বিনোদন

ব্রাজিল তারকাদের লক্ষ্য করে কলা ছুড়লেন দর্শক

<![CDATA[

বিশ্বকাপ যতই এগিয়ে আসছে ততটাই ভয়ংকর হয়ে উঠছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ফ্রান্সের পার্ক দ্য প্রিন্সেসে তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তিতের শিষ্যরা। ব্রাজিলের জয়ের ফাঁকেই অবশ্য ফের আলোচনায় বর্ণবাদ ইস্যু। এবার গোল উদ্‌যাপনের সময় গ্যালারি থেকে নেইমার-রিচার্লিসনদের লক্ষ্য করে পাকা কলা ছুড়ে মেরেছেন দর্শক। ম্যাচের মধ্যে টিভিতেই দেখা গেছে দৃশ্যটি।

তিউনিসিয়ার বিপক্ষে গতরাতের প্রীতি ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধে পায় আরও এক গোলের দেখা। ম্যাচের ১৯ মিনিটে ব্রাজিলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন টটেনহ্যামের ফরোয়ার্ড রিচার্লিসন। গোল করেই মাঠের ডান দিকে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে উদ্‌যাপন করতে থাকেন রিচা।  ছুটে আসেন তার সতীর্থরাও।

টিভিতে ও পরবর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, গোল উদ্‌যাপনের সময় ব্রাজিলের খেলোয়াড়দের তাক করে কলা ছুড়ে মারা হয়। তবে কে বা কারা এই কলাটি ছুড়েছেন তার হদিস বের করতে পারেনি স্টেডিয়ামের নিরাপত্তা কর্তৃপক্ষ।

আরও পড়ুন: তিউনিশিয়াকে গোলবন্যায় ভাসাল ব্রাজিল

এদিকে ব্রাজিলের ফুটবল সংস্থা সিবিএফ এক বিবৃতিতে জানায়, কলাটি রিচার্লিসনকে তাক করে ছুড়ে মারা হয়েছে। কলা ছুড়ে মারার বিষয়টি রিচার্লিসন খেয়াল করলেও পাত্তা দেননি। সতীর্থদের সঙ্গে গোল উদ্‌যাপনেই ব্যস্ত থাকেন তিনি। অবশ্য উদ্‌যাপনের এক ফাঁকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড একবার দর্শকদের দিকে তাকিয়ে বাঁ পায়ের লাথিতে কলাটিকে টাচ লাইনের বাইরে পাঠিয়ে দেন।

দীর্ঘদিন থেকেই ব্রাজিলিয়ান ফুটবলাররা বর্ণবাদী আচরণের শিকার হয়ে আসছেন। সম্প্রতি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র শিকার হন বর্ণবাদী আচরণের। স্পেনের ফুটবলের এজেন্ট পেদ্রো ব্রাভো এই উইঙ্গারের গোল উদ্‌যাপনের ধরন নিয়ে আপত্তি তোলে। তিনি ভিনিকে ‘বানরের মতো আচরণ বন্ধ করতে বলেন।

এরপরই বর্ণবাদী আচরণের জন্য রোষানলে পড়েন পেদ্রো। চলে তার মুণ্ডুপাত। এই ঘটনার রেশ থামতে না থামতেই এই কলা ছুড়ে মারার ঘটনা নতুন করে জাগিয়ে দিল ইউরোপের বর্ণবাদী আচরণ নিয়ে চলমান বিতর্ককে।

এদিন ম্যাচ শুরুর আগে বর্ণবাদ বিরোধী ব্যানার নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিলিয়ানরা। সে ব্যানারে লেখা ছিল, ‘কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের ছাড়া আমাদের জার্সিতে তারকা থাকত না।’ বিশ্বকাপ জিতলে দলের জার্সিতে যে তারকা যুক্ত করা হয়, তার দিকে ইঙ্গিত। কিন্তু বিষয়টি যে ভালোভাবে নেয়নি দর্শকরা, কলা ছুড়ে মারার ঘটনাতেই তার প্রমাণ।

এ ঘটনার পর প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। 

সিবিএফের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা  হয়, ‘দুর্ভাগ্যজনকভাবে মাঠে রিচার্লিসনের প্রতি কলা ছুড়ে মারা হয়। ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি তার। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে শক্ত অবস্থানই নিচ্ছে সিবিএফ।’

সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ বলেছেন, ‘এমন আচরণের শাস্তি কঠোর হওয়া উচিত।’

একই সঙ্গে এই বিবৃতিতে নিশ্চিত করা হয় যে, বর্ণবাদের বিপক্ষে লড়াই অব্যাহত থাকবে।

আরও পড়ুন: জোড়া গোলে মেসির রেকর্ড, সহজ জয় আর্জেন্টিনার

এদিন শুধু কলা ছুড়ে মেরেই অবশ্য ক্ষান্ত দেয়নি দর্শকরা। ব্রাজিলিয়ান খেলোয়াড়দের লেজার রশ্মি মেরে অসুবিধা করেছে খেলায়। গ্যালারির দর্শকের এমন আচরণে দুবার বন্ধ করতে হয়েছে খেলা।

বিশ্বকাপের আগে এদিনই সবশেষ প্রস্তুতি ম্যাচ খেলেছে ব্রাজিল। কাতার বিশ্বকাপে ‘জি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে আছে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!