বিনোদন

ব্রাজিল ফুটবল দলের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‌্যালি

<![CDATA[

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ফুটবল দলের জার্সি ও পতাকা নিয়ে নেচে গেয়ে মোটরসাইকেলে বর্ণাঢ্য র‌্যালি উদযাপন করেছেন হাজারো সমর্থক।

বুধবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে সরকারি কলেজ মাঠ থেকে প্রিয় দলের হলুদ জার্সি পরে এবং পতাকা হাতে বর্ণাঢ্য র‌্যালি বের করেন তারা। পরে র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্রাজিল দলের সমর্থকদের স্লোগান আর অজস্র করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগের পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে জড়ো হন হাজারো ব্রাজিলভক্ত।

এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট আর্জেন্টিনা দলের প্রথম ম্যাচে পরাজয়ের পর আরেক অন্যতম ফেভারিট ব্রাজিল দলের সমর্থকদের মাঝে যেন লেগেছে আনন্দের দৌলা।

মঙ্গলবার (২২ নভেম্বর) আর্জেন্টিনা দলের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান দুই ফুটবল দলের সমর্থকদের পাল্টাপাল্টি এবং আক্রমণাত্মক পোষ্ট তাই বলছে। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট ব্রাজিল দলের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কলেজ মাঠে জড়ো হন একদল ব্রাজিল সমর্থক। পরে তারা ব্রাজিল দলের জার্সি এবং পতাকা নিয়ে ব্রাজিল-ব্রাজিল স্লোগান দিয়ে কয়েকশ’ মোটরসাইকেলে বর্ণাঢ্য র‌্যালি বের করেন। পরে র‌্যালিটি শহরের মৌড়াইল, টিএরোড, কালীবাড়ী মোড়, পুরাতন কাচারি পাড়া ঘুরে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালির আয়োজক মেহেদী হাসান মিশু বলেন, ব্রাজিল সমর্থক ব্রাহ্মণবাড়িয়া নামে একটি ম্যাসেঞ্জার গ্রুপ তৈরি করে সেখানে সবার সঙ্গে যোগাযোগ করে আমাদের আজকের এই র‌্যালি সফল করেছি। ব্রাজিল দলের প্রতি আমাদের ভালবাসার বহিঃপ্রকাশের কারণেই আজকের এই আয়োজন। পুরো বিশ্বে একমাত্র ব্রাজিল দলই নান্দনিক ফুটবল খেলতে পারে। আমাদের প্রত্যাশা অবশ্যই এবার আমরা বিশ্বকাপে জয়লাভ করব।

আরও পড়ুন: আর্জেন্টিনা আপন গতিতে ফিরে আসবে: জায়েদ খান

জুবায়ের মোহাম্মদ শ্রাবণ বলেন, ব্রাজিল দল হচ্ছে নান্দনিক ও শৈল্পিক ফুটবলের জাদুঘর। তাই প্রিয় দলের সমর্থনে আমাদের এই প্রয়াস। তাদের আশা এবার বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। কারণ প্রত্যেক যুগে যুগে ব্রাজিল দল একজন করে স্টার তৈরি করেছে। সেই দলের সমর্থনে আমাদের এই প্রয়াস। আমরা আশা করব ব্রাজিল এবারের বিশ্বকাপে জয়লাভ করে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ জয় করবে।

বাহাদুর আলম নামে আরেক ভক্ত বলেন, আমরা সবাই ব্রাজিল সমর্থক। ছোটবেলা থেকেই ব্রাজিল দলের সমর্থন করে আসছি। পুরো বিশ্বে শৈল্পিক ফুটবল দল হিসেবে ব্রাজিল প্রমাণিত। ব্রাজিল দলকে আমরা মনে প্রাণে ভালোবাসি। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা আশা করব আমাদের এই আওয়াজ কাতারে ব্রাজিল দলের কানে পৌঁছাবে। এবারের কাতার বিশ্বকাপ ব্রাজিল জয়লাভ করে।

আরও পড়ুন: ফুটবলের চেয়েও বড় ফুটবল

এদিকে র‌্যালিতে অংশগ্রহণ করে অনেক ব্রাজিল ফুটবলভক্ত বেশ আনন্দিত। তারা বলছেন, সাম্বা নৃত্যের মধ্যে দিয়ে ব্রাজিল দল প্রত্যাশার শিরোপা জয়লাভ করবে। এতে করে জয় হবে সত্যিকার ফুটবলের।

মনির হোসেন অপুর নামে এক ভক্ত বলেন, ফেসবুকে একটি পোস্ট দেখে আজকে ব্রাজিল দলের প্রতি সমর্থন জানিয়ে আমরা র‌্যালিতে অংশ নিয়েছি। প্রতিবারই আমরা ব্রাজিলের সমর্থন করে আনন্দ উদযাপন করি। কিন্তু এবার আমরা অন্যরকমভাবে সমর্থন করেছি। আশা করি এবারের বিশ্বকাপ ব্রাজিল দল আমাদের উপহার দিবে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ১টায় সার্বিয়ার সঙ্গে ব্রাজিলের খেলা রয়েছে। এ খেলার মাধ্যমে কাতার বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বকাপ ফুটবল ব্রাজিল। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!