ব্রাহ্মণবাড়িয়ায় ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, ভাড়াটিয়া আটক
<![CDATA[
ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার একটি বসতঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিরিন বেগম নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বৃদ্ধার বাড়ির এক ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মধ্য মেড্ডা এলাকায় নিজ বাড়ির ভাড়াটিয়ার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আমিন মিয়া নামে ওই ভাড়াটিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। নিহত শিরিন বেগম এই এলাকার মো. সবুজ আলীর স্ত্রী।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নিহতের স্বজনরা জানায়, আমিন মিয়া নামে এক ভাড়াটিয়ার কাছে দুই মাসের ভাড়া পেতেন শিরিন বেগম। শনিবার সকালে ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়ার টাকা আনার কথা বলে ঘর থেকে বের হন তিনি। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ সময় ভাড়াটিয়ার ঘরেও তালাবন্ধ দেখে কিছুটা সন্দেহ হয় স্বজনদের। পরে বিকেলে ভাড়াটিয়ার ঘরের তালা খুলে বিছানার নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। পরে বাড়ির ভাড়াটিয়া আমিন মিয়া কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্বজনরা তাকে ধাওয়া করে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
নিহতের ছেলে ইব্রাহিম বলেন, ‘আমার মা সকাল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর আমাদের ভাড়াটিয়ার ঘরে তল্লাশি করে বিছানার নিচে আমার মায়ের মরদেহ দেখতে পাই। ভাড়ার টাকার পাশাপাশি আমার মায়ের কানের দুলগুলো স্বর্ণের ছিল। সে লোভে হয়তো সে আমার মাকে হত্যা করেছে। আমি আমিনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় জমি থেকে নারীর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
]]>




