ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার
<![CDATA[
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ডাকাতি, চুরি, জালটাকা ও মাদক পাচারসহ ১৪ মামলার পলাতক আসামি মো. ইউনুছ মিয়াকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে উপজেলা সদরের পূর্বহাটির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৬ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার ইউনুছ মিয়া মৃত সামসু মিয়ার ছেলে।
আরও পড়ুন: ১৬ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ইউনুছ মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বাঞ্ছারামপুরসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, জালটাকা সরবরাহ ও মাদক মামলাসহ ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ইউনুছ আন্তঃজেলা ডাকাত দল ও জালটাকা সরবরাহকারী চক্রের সদস্য।
]]>