ব্রাহ্মণবাড়িয়ায় সরস্বতী পূজার প্রস্তুতিতে ব্যস্ত ভক্তরা
<![CDATA[
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পঞ্চমী তিথিতে সারা দেশে এক যুগে অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। পূজাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার ভক্তদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এর মধ্যেই চলছে দেবী বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি।
বুধবার সরেজমিন ঘুরে দেখা যায়, ভক্তদের মাঝে প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। পূজার শেষ প্রস্তুতির অংশ হিসেবে সরস্বতী প্রতিমা ক্রয়-বিক্রয়ের স্থান ব্রাহ্মণবাড়িয়া শহরের টানবাজার রঘুনাথ জিউর মন্দির এবং মহাদেবপট্টি শিববাড়িতে ভিড় করছেন ভক্তরা। বিদ্যা এবং জ্ঞানলাভের আশায় বৃহস্পতিবার মাতৃরূপী দেবী সরস্বতীকে পঞ্চমী তিথিতে বরণ করা ও বিশেষ উপাচারে পূজা করা হবে। পূজা চলাকালে তারা মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করবেন।
আরও পড়ুন: ৩৩ প্রতিমা নিয়ে সরস্বতী পূজা
ভক্তরা জানান, বৈশ্বিক অর্থনীতির নেতিবাচক প্রভাবে নিত্যপণ্যের বাজার অনেকটা ঊর্ধ্বমুখী। সে প্রভাব থেকে বাদ যায়নি প্রতিমা বাজারও। তাই বিগত বছরের ন্যায় এ বছর সরস্বতী প্রতিমার মূল্য অনেকটা বেশি।
কার্তিক দাস নামে এক ভক্ত ও ক্রেতা বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) মায়ের পূজা অনুষ্ঠিত হবে। তাই প্রতিমা নেয়ার জন্য এসেছি। দেশে জিনিসপত্রের দাম বেশি, তাই এবার মূর্তির দামও একটু বেশি বলে মনে হচ্ছে। মায়ের কাছে কাল অঞ্জলি দিয়ে প্রার্থনা করব যেন দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। মা যেন সবাইকে বিদ্যা-বুদ্ধি দান করেন। সবার যেন মঙ্গল হয়।’
অপরদিকে বিক্রেতারা জানান, এ বছর মূর্তি কিছুটা কম বিক্রি হচ্ছে। অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে বাজারে।
মহাদেব পট্টি শিব মন্দিরে প্রতিমা বিক্রেতা দ্বীপ কুমার জানান, প্রতিমা বানাতে যে পরিমাণ খরচ হচ্ছে তাতে গত বছরের তুলনায় এবার প্রতিমার দাম অনেক কম। কারুকাজ করেও মূর্তির ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। দেশের অর্থনৈতিক মন্দার প্রভাব পরেছে ক্রেতাদের মাঝে। তাই চাহিদার তুলনায় বিক্রি কম হচ্ছে।
আরও পড়ুন: আরাধনার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন
এদিকে ব্রাহ্মণবাড়িয়া মহাদেব পট্টি শিবমন্দিরের পুরোহিত নন্দন কিশোর চক্রবর্তী বলেন, ‘সরস্বতী দেবী হচ্ছে বিদ্যার দেবী। মূলত যারা পড়ালেখার সঙ্গে জড়িত তারাই মূলত এ পূজা করে থাকে। এ ছাড়াও বিভিন্ন পাড়া-মহল্লায় এ পূজা করা হয়। এবার অঞ্জলি প্রদানের মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা করা হবে তিনি যেন জীব, জগৎ ও জাতির মঙ্গল করেন। সবাই যেন সুখে-শান্তিতে থাকতে পারেন।’
]]>




