ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে চারা বেচাকেনার হাট
<![CDATA[
চলতি আমন মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে চারা বেচাকেনার হাট জমে উঠেছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা কৃষক এ হাট থেকে ধানের চারা কেনেন। বিক্রেতারা বলছেন, বিক্রি ভালো হওয়ায় তারা লাভবান হচ্ছেন।
প্রতিদিন সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নন্দনপুর জমে ওঠে মৌসুমি ধানের চারার হাট। কৃষকরা তৈরি বীজতলা থেকে ধানের চারা আঁটি বেঁধে নিয়ে আসেন হাটে। পরে প্রতি আঁটি প্রকারভেদে ৭০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি করেন।
এ বিষয়ে ক্রেতারা জানান, তাদের এলাকায় বন্যাসহ প্রাকৃতিক প্রতিকূলতার কারণে বাধ্য হয়ে হাটে এসে চাহিদা অনুযায়ী ধানের চারা কিনে নিয়ে যাচ্ছেন।
এক ক্রেতা বলেন, ‘আমরা পাইকারদের থেকে কিনে নিচ্ছি। তারা ২-৪ টাকা লাভ করছেন। পাশাপাশি আমাদেরও সুবিধা।’
অন্যদিকে বিক্রেতারা জানান, বাজারে কাঙ্ক্ষিত ক্রেতার দেখা পেয়ে খুশি তারা। বেচাকেনাও ভালো হচ্ছে। এতে তাদের লাভ হচ্ছে।
আরও পড়ুন: ইলিশের বাজারমূল্য ২ বিলিয়ন ডলার ছাড়াল!
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, চলতি আমন মৌসুমে ২ হাজার ৬৫৫ হেক্টর জমিতে ধানের বীজতলার লক্ষ্যমাত্রা ছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অন্তত ৮ ভাগ বেশি জমিতে ধানের চারা রোপণ করেছেন কৃষকরা।
এদিকে রোপা আমনের আবাদের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সুশান্ত সাহা বলেন, ‘৫১ হাজার ৪৭০ হেক্টর রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত আবাদ হয়েছে ৩৫ হাজার ৫১৫ হেক্টর জমিতে। আমাদের প্রায় ৬৯ শতাংশ আবাদ সম্পন্ন হয়েছে।’
কৃষি বিভাগের তথ্যানুযায়ী, চলতি আমন মৌসুমে জেলায় প্রায় ১ লাখ সাড়ে ৪৯ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
]]>




