ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
<![CDATA[
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমতিয়াজ আপন (৩৭) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ইমতিয়াজ আপন ব্রাহ্মণবাড়িয়া টি এ রোড সোনালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি কসবা খাড়েরা ইউনিয়নের হাড্ডা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে পৌরশহরের দাতিয়ারা এলাকায় বসবাস করতেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে টি এ রোড শাখার ম্যানেজার শেখ মাজাহারুল হক বলেন, শনিবার সকাল ১১টায় নিজের মোটরসাইকেলের জন্য পাম্প থেকে তেল নিয়ে ফেরার পথে একটি ট্রাকচাপা দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ গ্রামের বাড়ি কসবাতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাইসাইকেল-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়ে আমরা শুনেছি। দুর্ঘটনা সাথে সাথে হয়তো মরদেহ নিয়ে চলে গেছেন এজন্য খবর পাইনি। বিষয়টি হাইওয়ে পুলিশ খতিয়ে দেখছে।
]]>




