ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণ-অনশন
<![CDATA[
সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সকাল-সন্ধ্যা গণ-অনশন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতাকর্মীরা।
শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরাসহ সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
গণ-অনশন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি দিলীপ নাগ, সাধারণ সম্পাদক প্রদ্যুৎ নাগ, পৌর শাখার সভাপতি খোকন কান্তি আচার্য, জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী।
আরও পড়ুন: সিদ্ধেশ্বরীতে পানির দাবিতে বালতি হাতে বিক্ষোভ
কর্মসূচি চলাকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি দিলীপ নাগ বলেন, বর্তমান সরকার ২০১৮ সালে নির্বাচনের আগে যে ইশতেহার দিয়েছিল, তা আজ পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি।
তিনি আরও বলেন, ‘ইশতেহারগুলোর হলো: সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন। আমাদের যে ৭ দফা ইশতেহার ছিল সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ নাগ বলেন, ২০১৮ সালের নির্বাচনে সরকার যে ইশতেহারগুলো দিয়েছিল, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।
]]>




