ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সময় টিভির মার্জিয়া মুমু
<![CDATA[
ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২২ পেলেন সময় টিভির রিপোর্টার মার্জিয়া মুমু। প্রবাসী শ্রমিকদের দুর্দশা, পাচারের শিকার শ্রমিক ও তাদের পরিবারের মানবেতর অবস্থা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য টেলিভিশনের নিউজ ক্যাটাগরিতে তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ ইনিশিয়েটিভ কর্মসূচীর প্রধান শরিফুল ইসলাম, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর ডেপুটি চীফ অব মিশন নুসরাত গাজ্জালি, আইএলও এর চীফ টেকনিক্যাল এডভাইজার ল্যাটেশিয়া ওয়েবল উপস্থিত ছিলেন।’
সপ্তম ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ডে এ বছর প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন, রেডিও সহ বিভিন্ন ক্যাটেগরিতে মোট ১৬ জন সাংবাদিককে অভিবাসন খাত নিয়ে সংবাদ প্রকাশ করার জন্য পুরস্কৃত করা হয়েছে। বাংলাদেশের ডেনমার্ক দূতাবাসের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অনুপ্রেরণা প্রকল্প থেকে এই পুরস্কার দেওয়া হলো।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ তাঁর বক্তব্যের শুরুতেই দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব তুলে ধরেন। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, অভিবাসীদের অধিকার রক্ষা ও সঠিক তথ্য প্রদানে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। কাজেই পক্ষপাতিত্ব ও নিজস্ব চিন্তার প্রভাব এড়িয়ে সংবাদ উপস্থাপন করতে হবে। সত্য যতো কঠেরাই হোক তুলে ধরতে হবে।
আরও পড়ুন: সময়-টিভির-সাংবাদিকসহ-৩-জনের-বিরুদ্ধে-মানহানির-মামলা-স্থগিত
অনুষ্ঠানের বিশেষ অতিথি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মো: শহীদুল আলম বলেন, গত ১৩ বছরে ৭৮ লাখ লোক বিদেশে গেছে। ২১২ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে। ইতিবাচক এসব বিষয়ও গণমাধ্যমে আসতে পারে। অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে সঠিক তথ্য উপস্থাপনের জন্য সাংবাদিকদের আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, দারিদ্র দূরীকরণে বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে অভিবাসনের গুরুত্ব অনেক। এ কারণেই আমরা অভিবাসন খাতে দক্ষ লোক তৈরি, নিরাপদ অভিবাসন, মানবপাচার বন্ধ ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কাজ করি। প্রতি বছর মিডিয়া অ্যাওয়ার্ডের এই অনুষ্ঠানটি আমরা উৎসাহ নিয়ে আয়োজন করি যাতে সারাবছরের একটা চিত্র উঠে আসে। তিনি বলেন, সদিচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব।
এর আগে মার্জিয়া মুমু শিশু অধিকার রক্ষায় ধারাবাহিক প্রতিবেদন করায় ইউনেস্কো মীনা অ্যাওয়ার্ড ২০২১ ও পরিবেশ দূষণ রোধ ও সংরক্ষণে জনসচেতনতা তৈরিতে প্রতিবেদনের জন্য গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন।
]]>




