বড়পর্দায় মহাভারতের ওপর নতুন সিরিজ ঘোষণা
<![CDATA[
বড়পর্দায় আসছে মহাভারতের নতুন সিরিজ। বলিউডের অনেক নির্মাতারাই বড় পর্দায় ‘মহাভারত’ নিয়ে আসার কথা বললেও এখনও তা বাস্তবায়ন হয়নি। ২০১৯ সালে, বলিউডের অন্যতম বড় প্রযোজক মধু মান্তেনা ঘোষণা করেছিলেন তিনি ‘মহাভারত’-এর গল্পটি বড় পর্দায় নিয়ে আসবেন। এবার তার আনুষ্ঠানিক ঘোষণা করল ডিজনি প্লাস হটস্টার।
প্রাচীন ভারতীয় যুদ্ধ মহাকাব্য মহাভারতের ওপর ভিত্তি করে একটি নতুন সিরিজ তৈরি হচ্ছে। সিরিজটি মুক্তি পাবে ২০২৪ সালে ডিজনি প্লাস হটস্টারে। মহাভারতের নতুন এই সিরিজের প্রযোজনা করবে মধু মান্তেনা, মিথোভার্স স্টুডিও এবং আল্লু এন্টারটেইনমেন্ট।
পৌরাণিক মহাকাব্যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে দ্বন্দ্ব এবং সিংহাসনের জন্য কুরুক্ষেত্রে তাদের লড়াই সম্পর্কে কথা বলবে এই সিরিজটি। ক্যালিফোর্নিয়ার আনাহেইম কনভেনশন সেন্টারে ডিজনির তিন দিনের এক ইভেন্টে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়। ভারতীয় টেলিভিশনের একটি বড় আকর্ষণ পৌরাণিক কাহিনী। দর্শকের কাছে বেশ চাহিদা আছে এই পৌরানিক গল্পের ওপর নির্মিত অনুষ্ঠানগুলো। এদিকে এই খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। ঘোষণাটি শেয়ার করে মধু মান্তেনাকে অভিনন্দন জানিয়েছেন এই অভিনেতা।
আরও পড়ুন: ইডির ৮ ঘণ্টা জেরার মুখে জ্যাকলিন, ফেঁসেছেন নোরা ফাতেহিও!
একটি পুরনো সাক্ষাৎকারে, মধু মান্তেনা মহাভারত তৈরি সম্পর্কে বলেছিলেন, ‘আমি আমাদের দেশের পৌরাণিক কাহিনি আমার যুবকদের কাছে বর্ণনা করতে চাই। আজ যে প্রযুক্তি রয়েছে তা সে যুগে দেখা যেত না। আমরা এখনও আমাদের পৌরাণিক কাহিনী বর্ণনা করার সুযোগ পাইনি। সারা বিশ্বের দর্শকরা এটি দেখতে পাবেন।’
আরও পড়ুন:অজয়ের ছবিতে শ্রীলঙ্কার শিল্পী ইয়োহানির অভিষেক!
গুঞ্জন ছিল মহাভারতে দ্রৌপদীর ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। যদিও এটি নিশ্চিত করা হয়নি। মধু মান্তেনার আগেও অনেক চলচ্চিত্র নির্মাতা মহাভারতের গল্প দর্শকদের কাছে পরিবেশন করেছেন। মহাভারত নিয়ে টিভি সিরিয়াল তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল বি আর চোপড়ার শো ‘মহাভারত’ যা টিভি তে সম্প্রচারিত হয়েছিল। এ ছাড়া ২০১৩ সালে স্টার প্লাসে আসা মহাভারত সিরিয়ালটিও মানুষের হৃদয়ে ছাপ রেখেছিল।
সূত্র: সিএনবিসি টিভি ১৮
]]>