বড় জয়ে নকআউট পর্ব নিশ্চিত নাপোলির
<![CDATA[
চলতি মৌসুমটা স্বপ্নের মতো কাটাচ্ছে ইতালিয়ান ক্লাব নাপোলি। লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, কোথায় কেউ তাদেরকে আটকাতে পারছেনা। সব প্রতিযোগিতা মিলে এখনও অপরাজিত নাপোলি। আর সেই অপরাজিত ফর্মটা ধরে রাখল বুধবার (১২ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ ম্যাচেও। নিজেদের চতুর্থ ম্যাচে আয়াক্সকে ৪-২ গোলে উড়িয়ে নকআউট পর্বে উঠে গেছে লুসিয়ানো স্পালেত্তির দল।
নাপোলির কোচ স্পালেত্তির জাদুতে বদলে যাওয়া ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের চার ম্যাচে গোল করেছে ১৭টি। চলতি মৌসুমের প্রথম ম্যাচেই লিভারপুলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। এরপর রেঞ্জার্সকে ৩-০ গোলে এবং আয়াক্সকে ৬-১ গোলে হারানোর পর আজ তারা আয়াক্সের বিপক্ষে ফিরতি লেগেও ৪-২ গোলের বড় জয় পেয়েছে নাপোলি।
আরও পড়ুন: দুই পেনাল্টির ম্যাচে জয়বঞ্চিত পিএসজি
দুর্দান্ত ফর্মে থাকা নাপোলি আয়াক্সের বিপক্ষে এগিয়ে জেতে সময় নেয়নি। ম্যাচের চার মিনিটেই হিরভিং লোজানোর গোলে এগিয়ে যায় তারা। শুরুতেই গোল খেয়ে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল আয়াক্স। বেশকিছু আক্রমণও করেছিল তারা। তবে ম্যাচের ১৬তম মিনিটে রাসপাদোরির দুর্দান্ত এক গোলে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় নাপোলি। চ্যাম্পিয়ন্স লিগে এটি রাসপাদোরির চতুর্থ গোল।
দ্বিতীয় হাফের খেলা শুরুতেই এক গোল পরিশোধ করে আয়াক্সের মিডফিল্ডার ক্লাসেন। তবে ৫৯ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেই পেনাল্টি থেকে নাপোলিকে আরও এগিয়ে দেন এই মৌসুমে দারুণ ছন্দে থাকা কাভারস্কেইয়া। তবে ৮৩ মিনিটে পেনাল্টি গোলে রোমাঞ্চ জমানোর ইঙ্গিত দেয় আয়াক্সের উইঙ্গার বারগুইন। কিন্তু ৮৯ মিনিটে আবারো গোল পায় নাপোলি। এবার গোল করেন ভিক্টির ওশিমেন। তার এই গোলেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোলি।
আরও পড়ুন: রিয়ালের মান বাঁচলেও রক্ত ঝরলো রুডিগারের
এই জয়ে গ্রুপ ‘এ’ এর চার জয় নিয়ে শীর্ষে থেকে শেষ ১৬ তে জায়গা করে নিল নাপোলি। আর ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল।
]]>




