বয়স ৩০ না হলে বিয়ে না করাই ভালো: সোহানা সাবা
<![CDATA[
দুই পর্দায় সমান জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী সোহানা সাবা বলেছেন, বয়স ৩০ না হলে বিয়ে না করাই ভালো।
২০১৫ সালে নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলে শুদ্ধ স্বরবর্ণ নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই আছেন সোহানা সাবা। তবে কি আর বিয়ে করবেন না এই অভিনেত্রী? এমন প্রশ্ন থেকেই যায় দর্শক-ভক্তদের কাছে। অবশ্য বরাবর এমন প্রশ্নের উত্তর অকপটে দিয়ে যান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি পণ করিনি আজীবন একা থাকব। যখন সময় হবে তখন সঙ্গী খুঁজে নেব।’
আরও পড়ুন: শাকিব খানের পায়ের ধুলা নেয়া অনেক বড় পাওয়া: সিয়াম
বিয়ে নিয়ে সাবা বলেন, আমি ক্লাস এইট-নাইন থেকে কাজ শুরু করি। কাজের মধ্যেই ছিলাম। হঠাৎ করেই বিয়েটা হয়ে যায়। বিয়ের পর দেখি জীবন অনেক ছোট হয়ে গেছে। আমার বন্ধুরা পড়ালেখার পর জীবনকে উপভোগ করার সময় পেয়েছে। আর আমি সংসার নিয়ে ব্যস্ত। তাই আমি মনে করি, ৩০ বছরের আগে বিয়ে না করাই ভালো। বিয়ে করতে হলে ৩০ বছর এর পরে করাই ভালো।’
আরও পড়ুন: নতুন জুটি গড়তে যাচ্ছেন অপু বিশ্বাস
তাহলে ৩০ বছরের নিচে আপনি বিয়ে করলেন, সেই বিয়ে করা কি ভুল ছিল? এমন প্রশ্নের জবাবে সাবা বলেন, জন্ম, মৃত্যু বিয়ে তো আল্লাহ ঠিক করে রেখেছেন। আমার ভাগ্যে যেটা লেখা ছিল হয়তো সেটাই হয়েছিল। আমি বলতে চাই, বিয়ে হচ্ছে একটা লাইফটাইম ডিসিশন। এ কারণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া উচিত।
]]>