ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম
<![CDATA[
কয়েক দিন থমকে থাকার পর নওগাঁর পাইকারি মোকামে আবারও চালের দর বাড়ছে। ধান কেটে তোলার মৌসুমে চালের দাম বাড়িয়ে ব্যবসায়ীরা অধিক মুনাফার সুযোগ নিচ্ছে বলে অভিযোগ করেন ক্রেতারা। এদিকে চালের দাম বাড়া নিয়ে ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা অজুহাত।
মাঠ থেকে সোনালি ধান কেটে ঘরে তোলা শুরু করেছেন কৃষক। এরই মধ্যে হাটে বেড়েছে ধানের জোগান। এর মধ্যেই হঠাৎ চালের বাজার ঊর্ধ্বমুখী। সপ্তাহ ব্যবধানে নওগাঁর মোকামে কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে চালের দাম। প্রতি কেজি সরু চালের দাম ২ টাকা বাড়লেও মোটা চাল বেড়েছে ৩ টাকা পর্যন্ত।
চলতি সপ্তাহে নওগাঁর মোকামে প্রতি কেজি স্বর্ণা-৫ জাতের চালের দাম ৫৫ টাকা, জিরাশাল ৭৫ টাকা, কাটারি স্টার ৭৬ টাকা, পায়জাম ৬৫ টাকা, ব্রি-২৮ ৫২ টাকা এবং নাজিরশাইল ৭৪ টাকা বিক্রি হয়েছে।
ক্রেতাদের অভিযোগ, ভরা মৌসুমে চালের দাম বাড়িয়ে ব্যবসায়ীরা অধিক মুনাফার সুযোগ নিচ্ছেন। চাল কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, দফায় দফায় চালের বাড়তি দরে সংসারে খরচ বাড়ছে, কিন্তু সে বিপরীতে আয় বাড়ছে না।
আরও পড়ুন: নভেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু বৃহস্পতিবার
এক খুচরা ব্যবসায়ী বলেন, পাইকারি মোকামে প্রতি মণ চালের দাম ১৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
এদিকে নওগাঁ পৌর চাল বাজার সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার বলেন, প্রকারভেদে সব ধরনের চালের দাম বেড়েছে। কারণ, শেষ সময়ে হাটে কম ধান আসে। বাজারে পুরোনো ধানের সরবরাহ কম।
উল্লেখ্য, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৯৮ হাজার হেক্টর জমি থেকে প্রায় ৯ লাখ মেট্রিক টন ধান পাওয়ার আশা করছে কৃষি বিভাগ।
]]>