ভাবনার নতুন লুক প্রকাশ
<![CDATA[
নতুন সিনেমার শুটিং করছেন আশনা হাবিব ভাবনা। সিনেমার নাম ‘যাপিত জীবন’। সেলিনা হোসেনের গল্প অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন হাবিবুল ইসলাম হাবিব।
সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘যাপিত জীবন’। ২২ নভেম্বর থেকে রাজবাড়ীতে চলছে শুটিং। শুটিংয়ে অংশ নিয়েছেন ভাবনা, ইমতিয়াজ বর্ষণ। সকাল থেকে সন্ধ্যা, রাত টানা চলছে শুটিং; এমনটাই জানিয়েছেন ভাবনা।
‘যাপিত জীবন’ সিনেমায় আন্জুম চরিত্রে অভিনয় করছেন ভাবনা। তার বিপরীতে আছেন ইমতিয়াজ বর্ষণ। সিনেমার শুটিং শুরু হয়েছে ৫১ নম্বর দৃশ্য দিয়ে। সময় সংবাদের সঙ্গে আলাপকালে ভাবনা বলেন, ‘বিষয়টি পুরো কাকলতালীয় হয়ে গেছে। আমাদের স্বাধীনতার ৫১ বছরে আছি, আর সিনেমার শুটিংও শুরু করেছি ৫১ নম্বর দৃশ্য দিয়ে।’
যোগ করে ভাবনা বলেন, আমি সেটে যাওয়ার আগে আব্বু (হাবিবুল ইসলাম হাবিব) বললেন, ‘ভাবনা তোমাকে দিয়ে ক্যামেরা ওপেন করতে চাই। তুমি কি পারবে ভোর ৫টায় মেকআপ নিয়ে রেডি থাকতে?’ আব্বুর এ কথা শুনে আমার মনে অন্যরকম একটা সাড়া দিয়েছিল। প্রথমত বাবার সিনেমায় প্রথমবার, দ্বিতীয়ত আমাকে দিয়ে আব্বু ক্যামেরা ওপেন করতে চেয়েছে। আমি ভেবেছি, এটা হতে পারে। সে অনুযায়ী আমি রেডি হয়েছিলাম এবং ক্যামেরা ওপেন হয়েছে।
আরও পড়ুন: ভাবনার বৃহস্পতি তুঙ্গে
নির্মাতা হাবিবুল ইসলাম হাবিবের দ্বিতীয় সিনেমায় এটি। এর আগে ‘রাত্রির যাত্রী’ নির্মাণ করেছেন তিনি। ‘যাপিত জীবন’ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে এ সিনেমার গল্প। সেলিনা হোসেনের উপন্যাসটি কিন্তু বহুল সমাদৃত। এ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করতে গিয়ে আমাদের অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। ঐতিহাসিক সিনেমাতে গল্পের সময় ধরা অনেক কঠিন। ৪৭ থেকে ৫২’র সময়টা নিয়েই গল্প।
তিনি আরও বলেন, ‘রাজবাড়িবাসীর কাছে আমি কৃতজ্ঞ। এখানের প্রশাসন থেকে সাধারণ মানুষ আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে। খুব সুন্দরভাবে আমাদের শুটিং চলছে।’ ‘যাপিত জীবন’ সিনেমার চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়। সিনেমাটিতে আরও অভিনয় করবেন ডলি জহুর, জয়ন্ত চট্টোপাধ্যায়, আফজাল হোসেন, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, রোকেয়া প্রাচী, রওনক হাসান, মৌসুমী হামিদ প্রমুখ।
]]>