ভাম্যমাণ রেল জাদুঘরে উপচেপড়া ভিড়
<![CDATA[
নরসিংদীতে ভাম্যমাণ বঙ্গবন্ধু শেখ মুজিব রেল জাদুঘরে উপচেপড়া ভিড় দেখা গেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে পুরো দিনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপর সকাল থেকে ঢল নামে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সব বয়সি মানুষের।
গত ১ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর বিভিন্ন রেলস্টেশন ঘুরে বেড়াচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর। তারই ধারাবাহিকতায় সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এটি নরসিংদী রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
মাত্র একটি ট্রেনের কামরা ঘিরে তৈরি জাদুঘরের ভেতরে প্রবেশ করে দেখা গেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ , যুদ্ধের পূর্ববর্তী সময় এবং যুদ্ধপরবর্তী অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেসব অবদান তা তুলে ধরা হয়েছে। রয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শোনার সুযোগ। স্মৃতিচিহ্ন হিসেবে রাখা হয়েছে বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা ৬টি চিঠি।
আরও পড়ুন: আসামিদের ফুল, ডায়েরি উপহার দিয়ে বাড়ি পাঠালেন আদালত
এছাড়া, মুজিব কোট, গোল ফ্রেমের চশমা ,বঙ্গবন্ধুর সমাধি, জাতীয় স্মৃতিসৌধ ইত্যাদির প্রতিরূপ রাখা হয়েছে এখানে।
নিজ জেলায় থেকে অল্প সময়ে নতুন কিছু জানার এবং দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত দর্শনার্থীরা। বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এটি নরসিংদী রেলওয়ে স্টেশনে সবার জন্য উন্মুক্ত থাকবে ।
]]>




