‘ভারতকে সেমিফাইনালে তুলতে চায় আইসিসি’
<![CDATA[
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপর টুয়েলভ পর্বে গ্রুপ দুইয়ে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে হারিয়েছে ভারত। বুধবারের (২ নভেম্বর) ওই ম্যাচ ঘিরে চলছে উত্তাপ। ম্যাচটির নানা বিতর্কিত সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছেন সাবেকরা। এবার সে আগুনে ঘি ঢাললেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালে তুলতে চায় বলে মন্তব্য করেছেন তিনি।
ভারতকে বাড়তি সুবিধা দেয় আইসিসি, এমন কথা ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যায়। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ডটির নামের পাশে প্রতি আসরেই কিছু না কিছু প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড জুড়ে বসে। টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে ও আর্থিক দিক বিবেচনাতেই ভারত এসব সুবিধা পায় বলে মত সাবেকদের।
ভারত বাংলাদেশ মুখোমুখি হবে আর আইসিসির কাছ থেকে সুবিধা নেবে না টিম ইন্ডিয়া এমনটা হওয়ার কথা নয়। হয়নিও তেমনটা। অ্যাডিলেড ওভালে জন্ম দিয়েছে নতুন বিতর্ক। যা পক্ষে গেছে ভারতের।
ম্যাচ শেষে বিষয়গুলো নিয়ে অধিনায়ক সাকিবের সঙ্গে আলোচনা করছে টিম ম্যানেজমেন্ট। মাঠে বিরাট কোহলির ভূমিকা। আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত সব কিছুই গেছে রোহিত শর্মাদের পক্ষে। মাঠে সাকিব প্রতিবাদ করেছেন ঠিকই কিন্তু বাংলাদেশ বলেই কিনা কর্ণপাত করেননি আম্পায়াররা।
আরও পড়ুন: কোহলির ফিল্ডিং প্রতারণা নিয়ে সরব অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমও
বৃষ্টি-বিঘ্নিত ওই ম্যাচে টাইগার ওপেনার লিটন দাস ১৮৫ রান তাড়া করতে গিয়ে ২১ বলে অর্ধশতক হাঁকিয়ে টাইগারদের বিস্ফোরক সূচনা এনে দেন। বৃষ্টির আগ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৭ ওভারে ৬৬ রান তুলে লাল-সবুজরা। তখন এমন অবস্থা ছিল যে ম্যাচটি পুনরায় শুরু না হলে সাকিবরা ১৭ রানে জয়ী হতেন। এছাড়া, বৃষ্টি বন্ধের পরপরই ভেজা মাঠে খেলা শুরু করতে তাড়া দেন বলে অভিযোগ উঠে আম্পায়ারদের বিপক্ষে।
শেষ পর্যন্ত বৃষ্টির পরে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রানের। সংশোধিত লক্ষ্য তাড়া করে টাইগাররা ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলতে পারে। তাতে শেষ বলে ভারতের বিপক্ষে আরেকবার তরী ডুবে সাকিব বাহিনীর।
ভারতের বিপক্ষে বাংলাদেশের এই হারে সেমিফাইনালের দৌড়ে আরও পিছিয়ে পড়েছে পাকিস্তানও। তাই দেশটির সাবেক ক্রিকেটাররা এ ঘটনা নিয়ে বেশ সরব।
পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিতে আফ্রিদি বলেন, ‘টিভির পর্দাতেই দেখা গেছে সাকিব মাঠ ভেজা নিয়ে কথা বলেছে। দেখতেই পারছেন মাঠ ভেজা ছিল। আমি মনে করি, আইসিসি কিছুটা ভারতের দিকে ঝুঁকেছে। যে কোনো মূল্যে ভারতকে সেমিফাইনালে পৌঁছানো নিশ্চিত করতে চায় তারা। ভারত বনাম পাকিস্তান খেলার দায়িত্ব পালন করা আম্পায়াররাই এই ম্যাচে ছিলেন। বিশ্ব জানে তারা সেরা আম্পায়ারের পুরস্কার পাবে।’
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার হারে সেমির সম্ভাবনা আরও বাড়ল বাংলাদেশের
আফ্রিদি বলেন, ‘আমি জানি কী হয়েছিল। এত সময় ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি থামার পরই খেলা খুব দ্রুতই শুরু হয়েছে। ভারত খেললে আইসিসি চাপে থাকে, অনেক কিছুই এর সঙ্গে জড়িয়ে আছে। তবে লিটন দারুণ খেলেছে। ইতিবাচক ক্রিকেট খেলেছে। ৬ ওভার শেষে মনে হয়েছে সামনের ২–১ ওভারে বাংলাদেশ যদি উইকেট না হারায়, তাহলে তারা ম্যাচ জিতবে। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে।’
বাংলাদেশের বিপক্ষে জয়ে শেষ চারের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারত। ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রোহিতরা। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা এবং সমান ৪ পয়ন্ট নিয়ে তিন ও চারে পাকিস্তান ও বাংলাদেশ।
সমীকরণ বলছে, লাল-সবুজদের সেমিতে যেতে হলে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে। পাশাপাশি নির্ভর করতে হবে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচের ফলাফলের ওপর। ওই ম্যাচে ডাচদের জয় ছাড়া টাইগারদের শেষ চারে উঠা সম্ভব নয়। কারণ প্রোটিয়াদের থেকে এক পয়েন্টে পিছিয়ে আছে বাংলাদেশ।
]]>