ভারতকে হারিয়ে ঢাবির ব্যাডমিন্টন কোর্টে সাকিব
<![CDATA[
অস্ট্রেলিয়ায় ব্যর্থ মিশন শেষে স্বস্তির নিঃশ্বাস টাইগার শিবিরে। দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বীরত্বে জয়ের ম্যাচে ব্যাটে-বলে অবদান রেখেছেন সাকিব আল হাসান। সে ফুরফুরে মেজাজ ধরে রেখে টাইগার অলরাউন্ডার রোববার (০৪ ডিসেম্বর) রাতে হঠাৎ হাজির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাকিম চত্বরে। সেখানে ভক্তদের সঙ্গে খেলেছেন ব্যাডমিন্টন।
সাকিবের সঙ্গে ব্যাডমিন্টন খেলার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন ব্যাডমিন্টন কোর্টে তার সঙ্গী মোহাম্মদ আকরাম ভূঁইয়া। যা মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
সাকিবের ওই ভক্ত সামাজিক মাধ্যমে লেখেন, ‘বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভাই। হাকিম চত্বরে আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলেন। আমি তখন আনন্দে আকাশে ভাসছি। ধন্যবাদ, সাকিব ভাই।’
আরও পড়ুন: ভারত বধে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে আগামী ৭ ডিসেম্বর। তার আগে সাকিবরা হাতে পাবেন দুদিন সময়। সোমবার (০৫ ডিসেম্বর) ভারতের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে অনুশীলনে নামার আগে সাকিব হয়তো জয়টাকে একটু ভিন্নভাবে উদযাপন করতেই উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে একটু নিজের মতো করে সময় কাটিয়েছেন সমর্থকদের সঙ্গে।
আরও পড়ুন: মিরাজ-মুস্তাফিজ বীরত্বে বাংলাদেশের অবিশ্বাস্য জয়
এর আগে ভারতের বিপক্ষে ১ উইকেটে জয়ের ম্যাচে সাকিব বল হাতে ৩৬ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। যা বাংলাদেশের জয়ের ভিত করে দেয়। এরপর ব্যাট হাতে তিনি ৩৮ বল মোকাবিলায় করেন ২৯ রান। ভারতের ১৮৬ রানের জবাবে ৪ ওভার হাতে রেখে দশম উইকেটে বাংলাদেশকে জয় এনে দেন মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।
]]>




