বিনোদন

ভারতীয় দলের কঠোর সমালোচনা করলেন শোয়েব

<![CDATA[

ইংল্যান্ডের কাছে নাকানি-চুবানি খাওয়ার পর হতাশার চূড়ায় ভারতীয়রা। রোহিত-শামিদের পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেন সমর্থকরা। এবার ভারতীয় দলের কঠোর সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।

অ্যাডিলেডে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভারতকে দুমড়ে-মুচড়ে দিয়েছে ইংল্যান্ড। টিম ইন্ডিয়াকে ১০ উইকেটে উড়িয়ে এমসিজির ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ এখন থ্রি লায়নরা। শুরুতে ব্যাট করে ১৬৮ রান তোলে রোহিত শর্মা বাহিনী। জবাবে ৪ ওভার বাকি থাকতেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।

আরও পড়ুন: ‘উচিত শিক্ষা পেয়েছে অনৈতিক সুবিধা নেয়া ভারত’ 

এমন বাজেভাবে হারের পর কী করবে, বুঝে উঠতে পারছে না ভারতীয়রা! কেউ হতাশ, কেউ ক্ষুব্ধ, কেউ বাকরুদ্ধ, অশ্রুসিক্ত, আবার কেউ খুঁজছে মুখ লুকানোর জায়গা। বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে লড়াই-ই করতে পারেনি তাদের দল!

ভারতীয়দের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে পাকিস্তানিরাও। তবে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার বলেছেন, ভারতের মতো ফেবারিট দলের জন্য এই হার বিস্ময়কর এবং লজ্জার। 

টুইটারে একটি ভিডিওবার্তায় শোয়েব বলেন, ‘এটা ভারতের জন্য খুব বিব্রতকর হার। তারা ভয়ংকর রকম বাজে পারফরম্যান্স করেছে, পরাজয় তাদের প্রাপ্যই ছিল। তারা ফাইনালে ওঠার যোগ্যতাও রাখে না। তারা খুব বাজেভাবে হেরেছে।’

এদিকে শুধু ভারতের সমালোচনা করেই ক্ষান্ত হননি ইতিহাসের সবচেয়ে দ্রুতগতিতে বল করা এই খেলোয়াড়। দল নির্বাচনে যে ভুল হয়েছে, তারও সমালোচনা করেছেন শোয়েব। তিনি বলেন, ‘তারা একটি ম্যাচেও যুজবেন্দ্র চাহালকে খেলায়নি। এটা ভারতের জন্য বাজে একটা দিন ছিল। টস হারের পরই তাদের মাথা নিচু হতে থাকে। ইংল্যান্ডের প্রথম পাঁচ ওভারের ব্যাটিং দেখেই ভারত চুপসে যায়। অন্তত তারা লড়াইটা তো করতে পারত।’

আরও পড়ুন:  কোচ-অধিনায়ক পরিবর্তনেও আলোর মুখ দেখছে না ভারত

গত আট আসরের কোনোটিতেই শিরোপা জিততে পারেনি ভারত। শেষবার ২০১৩ সালে এই ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফির শিরোপা জিতেছিল টিম ইন্ডিয়া। তবে ভারতের সমর্থকদের আশা, আগামী বছর হতে যাওয়া নিজেদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতবে ভারত।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!