সাংবাদিক

ভারতীয় সাংবাদিকের ওপর চটেছিলেন রমিজ

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল শেষে ভারতীয় এক সাংবাদিকের উপর বেজায় চটেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। সেই সাংবাদিকের ফোনও কেড়ে নিতে চেষ্টা করেন তিনি। পিসিবি চেয়ারম্যানের এমন আচরণে এই সমালোচনার ঝড় বইছে।

এবারের এশিয়া কাপে ভারত পাকিস্তানের লড়াই ছিল সমানে সমান। গ্রুপ পর্বের লড়াইয়ে ভারত জিতলেও সুপার ফোরে রোহিত শর্মার দলকে হারিয়ে প্রতিশোধ নেয় পাকিস্তান। মাঠের বাইরে দুদলের উত্তাপ এখনো কমেনি। সুপার ফোর থেকেই বিদায় নেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতকে কটাক্ষ করে অনেক পাকিস্তানি সমর্থক।

আসরের ফাইনালে লঙ্কানদের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় পাকিস্তানের। পাক সমর্থকরা এই হারে বেজায় হতাশ। সমালোচনায় মুখর সাবেক ক্রিকেটাররাও। শোয়েব মালিক, কামরান আকমলরা দল নির্বাচনে পক্ষপাতের অভিযোগ তুলেছেন। আর এতে ব্যাপক চাপের মুখে আছেন পিসিবি চেয়ারম্যান রমিজ।

এবার সুযোগ পেয়ে সেই ঠাট্টা তামাশার কিছুটা বদলা নেওয়ারই হয়তো চেষ্টা করেছিলেন ভারতীয় এক সাংবাদিক। এজন্য রমিজ রাজাকে ভারতীয় সেই সাংবাদিক প্রশ্ন করেন, জনগণ বেশ অসন্তুষ্ট, তাদের জন্য কোনো বার্তা? আর এতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন রমিজ। তেড়ে ফুড়ে যান সেই সাংবাদিকের দিকে।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!