ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালের আশা এখনও ভালোভাবে বেঁচে আছে। সেই মিশনে বুধবার (২ নভেম্বর) ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সেমির টিকিটের জন্য এ ম্যাচটি জেতা খুব গুরুত্বপূর্ণ লাল সবুজের প্রতিনিধিদের। অ্যাডিলেডে যা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। গুরুত্বপূর্ণ এ ম্যাচে কোন একাদশ নিয়ে নামবে টাইগাররা? একাদশে কি ৮ ব্যাটারের সঙ্গে তিন পেসার থাকবেন, না ৭ ব্যাটার খেলিয়ে বাড়ানো হবে পেসারের সংখ্যা?
বাংলাদেশ দলে খুব বেশি পরিবর্তনের আভাস নেই। পরিবর্তন প্রসঙ্গ আসলে কথা হতে পারে ৮ ব্যাটার নিয়ে একাদশ সাজানো হবে, নাকি ৪ পেসার খেলবেন? ৪ পেসারের প্রসঙ্গ এলে বাদ পড়তে পারেন নুরুল হাসান সোহান কিংবা ইয়াসির আলিদের একজন। সে ক্ষেত্রে দলে ঢুকতে পারেন এবাদত হোসেন কিংবা শরিফুল ইসলাম। আবার বাড়তি পেসারের পরিবর্তে নাসুম আহমেদকে দলে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টি হলে সেমির সমীকরণে কারা এগিয়ে যাবে?
বাড়তি পেসার একাদশে নিলে কে সুযোগ পাবেন, শরিফুল না এবাদত? শরিফুল এখন পর্যন্ত ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২২.৬৯ গড় ও ৮.০৫ ইকোনমিতে নিয়েছেন ৩২ উইকেট। অন্যদিকে জাতীয় দলের হয়ে খেলা ৩ টি-টোয়েন্টি এবাদথের শিকার ৬ উইকেট। গড় ১৯.১৭ ও ইকোনমি ৯.৫৮। ইকোনমি শরিফুলের চেয়ে খারাপই বটে, কিন্তু অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে তাকে বাংলাদেশ একাদশে রাখতেই পারে।
এবার নাসুম প্রসঙ্গ, বাড়তি পেসারের পরিবর্তে তাকে একাদশে নেয়ার সম্ভাবনা আছে। কিন্তু অস্টেলিয়ার উইকেটে স্পিন ধরে কম। সেই বিবেচনায় তিনি বিবেচিত নাও হতে পারেন। কেননা দলে বাঁ হাতি অর্থোডক্স স্পিনার সাকিব তো আছেনই।
আরও পড়ুন: ‘আফিফ আমাদের গ্লেন ম্যাক্সওয়েল’
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান/এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
]]>