ভারতের ভিসা সংক্রান্ত জটিলতা, এনসিএলে খেলবেন মুমিনুলরা
<![CDATA[
তামিলনাড়ুর সঙ্গে ম্যাচ খেলার জন্য বুধবার (১২ অক্টোবর) ভারতে যাওয়ার কথা ছিল মুমিনুল হক-মোহাম্মদ মিঠুনদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ‘এ’ দলের। তবে তার জন্য এখনও ভিসা পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই মুমিনুলরা খেলবেন চমলান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)।
১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এনসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলবেন মুমিনুলরা। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটু। তিনিও এটাও জানিয়েছেন যে, ক্রিকেটারদের ভারত সফর বাতিল হচ্ছে না। ভিসা পাওয়ার পর তারা তামিলনাড়ুর বিপক্ষে খেলতে যাবে। তবে তার জন্য সময় লাগবে।
আরও পড়ুন: দলকে নিউজিল্যান্ডে রেখেই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন সাকিব
ভারত সফরে ওয়ানডে এবং চারদিনের ম্যাচ খেলার কথা রয়েছে মুমিনুলদের। তামিলনাড়ু দলের বিপক্ষে ২টি চার দিনের ম্যাচ এবং ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে ‘এ’ দল। এ বিষয়ে তানভীর আহমেদ টিটু গণমাধ্যমকে বলেন, ‘ভারতের রঞ্জি ট্রফিতে খেলা তামিলনাড়ুর যে দলটি আছে, সে দলের সঙ্গে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছি।’
চারদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম ও এনামুল হক।
আরও পড়ুন: বাংলাদেশের ওয়ার্ম-আপ ম্যাচের সূচি
একদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন ও রেজাউর রহমান রাজা।
]]>