ভারতে ইলিশ রফতানিতে খুশি জেলেরা
<![CDATA[
বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশসহ সব প্রজাতির সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে। ভারতে রফতানির কারণে দামও ভালো পাচ্ছেন জেলেরা। তাই রফতানির পরিমাণ ও সময় বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
ভোরের আলো ফুটতেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর বরগুনার পাথরঘাটায মৎস্য অবতরণ কেন্দ্র। জেলেরা সমুদ্র থেকে নানা প্রজাতির বিপুল পরিমাণ মাছ এখানে নিয়ে আসেন।
সপ্তাহের ব্যবধানে মাছ সরবরাহ বেড়েছে প্রায় দ্বিগুণ। এর মধ্যে ইলিশের পরিমাণই বেশি। দুর্গাপূজা উপলক্ষে ভারতে রফতানি করায় ভালো দামও পাচ্ছেন জেলেরা। তাই রফতানির পরিমাণ ও সময় বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
জেলেরা বলেন, যদি ভারতে মাছ রফতানি করা হয়, তাহলে আমরা মাছের দাম ভালো পাই। পাশাপাশি আমাদের বেচাকেনাও ভালো হয়। আমরা চাই প্রতিবছর এর চেয়ে আরও বেশি পরিমাণ মাছ ভারতে সরবরাহ করা হোক।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে বেড়েছে মাছের দাম
এদিকে মাছ ব্যবসায়ীরা বলেন, এলসি খোলায় সারা দেশের ব্যবসায়ীরা ও জেলেরা উপকৃত হয়েছেন। এলসি যদি বছরের ৮ মাস খোলা থাকে তাহলে ব্যবসায়ীরা তাদের তেলের খরচটা সামাল দিতে পারবেন।
পাশাপাশি রাজস্ব আদায়ও বেড়েছে। সামনের দিনে মাছের পরিমাণ আরও বাড়ার আশা করছেন অবতরণ কেন্দ্রের কর্মকর্তারা। এ বিষয়ে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের বিপণন কর্মকর্তা মো. রিপন হোসেন বলেন, গত এক সপ্তাহের তুলনায় মাছের উৎপাদন বেড়েছে। ভারতে মাছ রফতানির কারণে জেলেরা ভালো দাম পাচ্ছেন। সেই সঙ্গে রাজস্বের পরিমাণও বাড়ছে। প্রতিদিন গড়ে ৩ লাখ টাকা বা তার বেশি রাজস্ব আদায় হচ্ছে।
উল্লেখ্য, এ অবতরণ কেন্দ্রে বিক্রি হওয়া মাছের মোট দামের শতকরা ১ দশমিক দুই পাঁচ শতাংশ রাজস্ব আদায় করে সরকার।
]]>




