বাংলাদেশ
ভারতে কার চ্যাম্পিয়নশিপে প্রথম অভিক আনোয়ার
<![CDATA[
ভারতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ট্যুরিং কার চ্যাম্পিয়নশিপ ভক্সওয়াগেন পোলো কাপে চমক দেখিয়েছেন অভিক অনোয়ার। প্রতিযোগিতাটির রেস ৬-এ ১৫ জনকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন তিনি।
মাদ্রাস মোটর রেস ট্রাকে অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপে শনিবার (২৮ জানুয়ারি) দিন শেষে ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন অভিক।
রোববার বাকি আরও দুটি রেস শেষে নির্ধারণ হবে প্রতিযোগিতাটির চ্যাম্পিয়ন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি সাবালেঙ্কা
রেস-৬ এ প্রথম স্থান অর্জন করে সামাজিক মাধ্যমে অভিক লেখেন, ‘অবশেষে পোডিয়ামের শীর্ষ স্থানে যেতে পারলাম দীর্ঘ ৭ মাস পরে! ভিডব্লিউ কাপে এই পর্যন্ত বাংলাদেশ থেকে আমি ছাড়া আর কেউ পোডিয়ামে উঠতে পারেনি! এটা নিয়ে আমি একজন বাংলাদেশি হিসেবে অত্যন্ত গর্বিত |’
]]>