ভারতে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
<![CDATA[
ভারতের ঝাড়খণ্ডে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর এনডিটিভির।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঝাড়খণ্ডের ধানবাদ শহরে অবস্থিত একটি ভবনে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।
পুলিশের উপ-কমিশনার সন্দ্বীপ কুমান জানান, সন্ধ্যায় ব্যস্ততম এলাকার জোরাফটকের ১৩তলা আর্শিবাদ টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। এসময় গুরুতর দগ্ধ অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজ শেষ হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: ঝাড়খণ্ডে হাসপাতালে আগুন, চিকিৎসক যুগলসহ মৃত ৫
তিনি আরও বলেন, আমাদের প্রথম লক্ষ ছিল ভবনের ভেতর আটকে পড়াদের বের করে আনা। আমরা শেষ পর্যন্ত কাজটি করতে পেরেছি।
তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: দিল্লির মার্কেটে ভয়াবহ আগুন
এর আগে একই এলাকার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসক যুগলসহ অন্তত ৫ জন মারা যান।
]]>