ভারতে বিদেশি নাগরিককে ধর্ষণের পর হত্যা, ২ জনের যাবজ্জীবন
<![CDATA[
ভারতের কেরালায় লাটভিয়ার এক নারী পর্যটককে ধর্ষণের পর হত্যার অভিযোগে দুই ভারতীয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৬ ডিসেম্বর) কেরালা রাজ্যের রাজধানী তিরুবন্তপুরমের দায়রা আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে এ সাজা দেয়। খবর বিবিসির।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ২০১৮ সালের মার্চে বোনের সঙ্গে কেরালায় ঘুরতে গিয়েছিলেন ৩৩ বছরের ওই নারী পর্যটক। যে রিসোর্টে ভাড়া ছিলেন সেখান থেকে ১৪ মার্চ নিখোঁজ হন তিনি।
নিখোঁজের ৩৮ দিন পর কোভালাম শহরের একটি বিচ্ছিন্ন ম্যানগ্রোভ বনে তার মরদেহ উদ্ধার করা হয়। ধর্ষণের পর হত্যার অভিযোগে একজন টুরিস্ট গাইডসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ওই দুই ব্যক্তির একজনের নাম উমেশ এবং অপরজনের নাম উদয় কুমার।
আরও পড়ুন: মাথা থেঁতলে যুবক হত্যার ভিডিও ধরা পড়ল সিসিটিভিতে
ছয়মাস আগে শুরু হয় মামলার কার্যক্রম। কেরালার প্রাদেশিক রাজধানী তিরুবন্তপুরমের দায়রা আদালত মঙ্গলবার তাদেরকে দোষী সাব্যস্ত করেছে। রায়ে আদালত বলেছে, ৩২ বছর বয়সী উমেশ এবং ২৮ বছর বয়সী উদয় কুমার লাটভিয়ার পর্যটককে ধর্ষণের আগে মাদক সেবন করিয়েছিলেন।
অভিযুক্ত দুজনকেই নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্টের অধীনে নিষিদ্ধ দ্রব্য বিক্রি ও অপব্যবহারের অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়েছে।
আরও পড়ুন: ভাইয়ের মাথা কেটে সেলফি তুললেন সাগর!
আদালত রায়ে বলেছে, দুই ব্যক্তিকে মৃত্যুর আগ পর্যন্ত কারাগারে থাকতে হবে। আর পুলিশ বলেছে, অভিযুক্তরা অপরাধ স্বীকার করেছে। তবে আদালতে তারা দোষ স্বীকার করেনি।
]]>




