বিনোদন

ভারত চোকার্স, মানছেন কপিল দেব

<![CDATA[

সাদা বলের ক্রিকেটে আইসিসি ইভেন্টে ২০১১ সালের পর কোনো সাফল্যই নেই ভারত দলের। অথচ প্রতিটি টুর্নামেন্টেই তারা অংশগ্রহণ করে ফেবারিট দল হিসেবে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ভারত বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। ফলে অনেকে চোকার্স বলছেন দলটিকে। কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবও বিষয়টি মেনে নিচ্ছেন। তবে তিনি দলের খুব বেশি সমালোচনা করতে নারাজ।

২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতার পর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে লঙ্কানদের কাছে হারে ভারত। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে হারে অস্ট্রেলিয়ার কাছে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে উইন্ডিজের কাছে হার তাদের। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ধরাশায়ী হয় পাকিস্তানের কাছে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিও হার বরণ করে তারা।

আরও পড়ুন: যেভাবে ফর্মে ফিরলেন, জানালেন রিজওয়ান

এতসব ব্যর্থতার ভারত দলকে চোকার্স কে না বলবে? কপিল দেবও মেনে নিচ্ছেন বিষয়টি। এ সম্পর্কে এবিপি নিউজকে তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমরা এখন ভারতীয় দলকে চোকার্স বলতেই পারি। এটা ঠিক আছে। ভারতের এখন তীরে এসে বারবার তরী ডুবছে। অর্থাৎ চোক করে যায় ভারতীয় দল। কিন্তু তা বলে ভারতীয় দলকে নিয়ে এতটাও সমালোচনা করবেন না। আমি একমত যে, ভারত এখানে খারাপ ক্রিকেট খেলেছে, কিন্তু আমরা এক ম্যাচের ভিত্তিতে তাদের অতিরিক্ত সমালোচনা করতে পারি না।’

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বিদায়ের দিনে বাংলাদেশ প্রসঙ্গ টানলেন রোহিত

ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের লজ্জার হার নিয়েও কথা বলেছেন কপিল। তিনি জানান, ‘ইংল্যান্ড পিচের চরিত্র ভালোভাবে বুঝে নিয়েছিল। তারা ভালো ক্রিকেটও খেলেছে। তবে আমাদের খেলোয়াড়দের প্রতি খুব বেশি কঠোর হওয়া উচিত না। এরাই কিন্তু দেশের মর্যাদা বাড়িয়েছে। ১৬৮-১৭০ ভালো স্কোর। কিন্তু পিচ অনুযায়ী বোলিং না করলে সমস্যা হবেই। ইংল্যান্ডের জন্য এটি একটি সহজ জয় ছিল, তবে আপনি কত শর্ট বল করেছেন সেটাও দেখতে হবে।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!