ভারত জোড়ো যাত্রায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে কংগ্রেস সাংসদের মৃত্যু
<![CDATA[
রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে জলন্ধরের কংগ্রেস সাংসদ সান্তোখ সিংহ মারা গেছেন। শনিবার (১৪ জানুয়ারি) ভারতের পাঞ্জাবে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময় হৃদ্রোগে আক্রান্ত হন কংগ্রেস সাংসদ। সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে ফাগওয়ারার ভির্ক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কংগ্রেস সাংসদের মৃত্যুর খবরে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় ভারত জোড়ো যাত্রা। এ সময় যাত্রা ছেড়ে হাসপাতালে যান কংগ্রেস নেতা রাহুল।
শীতকালীন বিরতির পর গত ৩ জানুয়ারি ভারতের দিল্লির কাশ্মীরি গেট থেকে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। পরে গাজিয়াবাদের লোনি সীমান্তে তাদের স্বাগত জানান উত্তর প্রদেশের কংগ্রেস সমর্থকরা। সেখান থেকে উত্তর প্রদেশের পথে ভারত জোড়ো যাত্রায় যোগ দেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীসহ সমর্থকরা। এ অবস্থায় সড়কে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন: ৯ দিন বিরতি দিয়ে ভারত জোড়ো যাত্রা শুরু
গত বছরের সেপ্টেম্বর থেকে তৃণমূল স্তরে কর্মীদের মধ্যে সংযোগ ও জনসাধারণের সঙ্গে যোগাযোগ বাড়াতেই শুরু হয় ‘ভারত জোড়ো যাত্রা’। এখন পর্যন্ত তিন হাজার কিলোমিটার রাস্তা পেরিয়ে কংগ্রেস সমর্থকরা উত্তর প্রদেশ যাত্রা করছেন। এ যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে আগামী ৬ জানুয়ারি হরিয়ানায় প্রবেশ করবে। পরে ১১ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে পাঞ্জাবে। এ ছাড়া ২০ জানুয়ারি জম্মু-কাশ্মীরে যাবে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। দীর্ঘ ৩ হাজার ৫৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১২টি রাজ্য অতিক্রম করে যাত্রা শেষ হবে কাশ্মীরের শ্রীনগরে গিয়ে।
২০২৪-এর লোকসভা ভোট সামনে রেখে গত বছরের ৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় তামিলনাড়ুর কন্যাকুমারীতে একটি সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচির উদ্বোধন করেন দলটির নেতারা।
আরও পড়ুন: ‘ভারত জোড়ো যাত্রা’ কি কংগ্রেসের পতন ঠেকাবে?
]]>




