ভারত থেকে আমদানি করা কয়লা-চুনাপাথর যায় কোথায়?
<![CDATA[
সংঘবদ্ধ চোর চক্রের কয়লা চুরির কারণে বিপাকে পড়েছেন তাহিরপুর উপজেলার তিনটি শুল্ক স্টেশনের আমদানিকারকরা।
আমদানিকারকরা জানান, ভারত থেকে আমদানি করা কয়লা ও চুনাপাথর পরিবহণের সময় চুরি যাওয়ায় তারা ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়েছেন। তাহিরপুর উপজেলার বড়ছড়া, চারাগাঁও বাগলী শুল্ক স্টেশনের আমদানিকারকরা সীমান্তবর্তী পাটলাই নদী দিয়ে দেশের বিভিন্ন স্থানে কয়লা-চুনাপাথর বিক্রি ও পরিবহণ করে থাকেন।
তারা বলেন, ‘শুল্ক স্টেশন এলাকায় মজুদ করা কয়লা ও চুনাপাথর ছোট নৌকায় বহন করে বড় নৌকায় লোড করে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। ছোট নৌকা থেকে বড় নৌকায় মাল নিয়ে যাওয়ার সময় ছোট নৌকা থেকে কয়লার বস্তা চুরি হয়ে যায়।’
অভিযোগ ওঠেছে, ছোট নৌকার লেবার ও সমিতির পাহারাদাররা এই চুরির সঙ্গে জড়িত। সম্প্রতি পুলিশ অভিযান চালিয়ে ২৭ টন চোরাই কয়লা উদ্ধার করে এবং এর সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।
আরও পড়ুন: মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প কাজ এগিয়েছে ৭৫ শতাংশ
আমদানিকারক জিয়াউল হক জানান, ছোট নৌকা দিয়ে বড় নৌকায় কয়লা পরিবহণের সময় কয়লার বস্তা চুরি হয়ে যায়। প্রতিদিন এমন চুরির ঘটনা ঘটলেও, প্রশাসনের পক্ষ থেকে তারা তেমন কোনো সহায়তা পাচ্ছেন না।
ব্যবসায়ী ইউনুছ আলী বলেন, ‘এভাবে কয়লা চুরি হতে থাকলে, আমরা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হব।’
সেন্ট্রি সর্দার হাসান আলী বলেন, সমিতির সেন্ট্রিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। তবে প্রমাণ ছাড়া দোষ দেয়া ঠিক নয়।
তাহিরপুর আমদানিকারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার বলেন, চুরির সঙ্গে সমিতির কোনো সেন্ট্রি জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, চোর চক্রের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে ২৭ টন চোরাই কয়লা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: কয়লা সংকট থাকলেও পায়রায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হচ্ছে না: বিসিপিসিএল
বড়ছড়া চারাগাও ও বাগলী শুল্ক স্টেশনে প্রায় ৫০০ আমদানিকারক ও ১০ হাজার লেবার রয়েছেন। প্রতিবছর এখান থেকে সরকার কমপক্ষে ২০০ কোটি টাকা রাজস্ব আদায় করে। গেল ২৪ জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত নৌযান শ্রমিকরা ছোট-বড় নৌকায় কয়লা ও চুনাপাথর লোড-আনলোড বন্ধ রেখে প্রতিবাদ করেন।
]]>




