বাংলাদেশ
ভারত থেকে আসা ট্রাকে মিলল বিদেশি মদ, আটক চালক
<![CDATA[
ভারত থেকে আসা গমের ভুসিবোঝাই ট্রাক থেকে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে হিলি কাস্টমস। সেই সঙ্গে আটক করা হয়েছে একটি ট্রাক (WB-33C4919) ও চালককে।
রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং হিলি কাস্টমস যৌথ অভিযানে এসব মদ জব্দ করে।
আটক ওই ভারতীয় ট্রাকচালক হলেন গৌতম রায় (৪৭)।
আরও পড়ুন: হিলি স্থলবন্দরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ভারতীয় মদ জব্দ
হিলি কাস্টমস সূত্রে জানা যায়, ভারত থেকে আসা একটি ট্রাকে বিদেশি মদের তথ্য পেয়ে এনএসআই ও কাস্টমস যৌথভাবে অভিযান চালায়। এ সময় গমের ভুসিবোঝাই একটি ট্রাকে চালকের কেবিন থেকে ২৩ বোতল মদ জব্দ করে তারা।
হিলি কাস্টমসের উপকমিশনার বায়জিদ হোসেন বলেন, ‘মালবোঝাই ট্রাকটি আমাদের হেফাজতে আছে। আটক ব্যক্তি এবং ট্রাকের বিরুদ্ধে কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
]]>




