খেলা

ভারত-পাকিস্তানের পার্থক্য তুলে ধরলেন হেইডেন

<![CDATA[

ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভারতের ভরাডুবির পর চলছে নানান বিশ্লেষণ। তাতে এবার যোগ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও পাকিস্তান দলের মেন্টর ম্যাথু হেইডেন। তিনি দেখালেন অস্ট্রেলিয়া আসরে বিপরীত শুরু পাওয়া উপমহাদেশের দুই পরাশক্তির পার্থক্য কোথায়।

প্রথম দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে প্রায় বাদই পরে গিয়েছিল পাকিস্তান। তবে পরের তিন ম্যাচে জয় পেয়ে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের চমক জাগানো জয়ে সুযোগ এসে যায় তাদের সামনে। এরপর সেমিতে নিউজিল্যান্ডকে সহজেই হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে। 

আরও পড়ুন: আইপিএল শুরুর পর টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি ভারত 

এদিকে টুর্নামেন্টে ভারতের পথচলা ছিল মসৃণ। তবে সেমিফাইনালে লড়াই করতে পারেনি রোহিত শর্মার দল। ফাইনালে যাওয়ার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে হারে ১০ উইকেটে। 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার (১৩ নভেম্বর) শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। এই ম্যাচের আগে শুক্রবার (১১ নভেম্বর) সংবাদ সম্মেলনে নিজ দলের অবস্থা বোঝাতে গিয়ে সেমিফাইনাল থেকে বাদ পড়া ভারতীয় দলের ঘাটতির জায়গা তুলে ধরেন হেইডেন। তার মতে, বোলিংয়ে আরও বিকল্প রাখা প্রয়োজন ছিল ভারতের।  

সংবাদ সম্মেলনে অজি সাবেক ব্যাটসম্যান বলেন, ‘আমাদের চারজন দারুণ ফাস্ট বোলার আছে। যারা ২০ ওভারের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এবং প্রতিপক্ষ ইনিংসে ধস নামাতে পারে। আমি মনে করি, ইংল্যান্ডের বিপক্ষে স্পিন আক্রমণে ভারত একজন লেগ স্পিনারের অভাব অনুভব করেছে, ষষ্ঠ বোলারের অভাবে ভুগেছে।’ 

তিনি আরও বলেন, ‘এই পাকিস্তান দলে ছয়জন বিশেষজ্ঞ বোলার আছে। প্রয়োজন পড়লে সপ্তম বোলার হিসেবে ইফতিখারও কার্যকর ভূমিকা রাখতে পারে। আমি মনে করি, আমাদের সব দিক ভালোভাবে গোছানো আছে।’ 

হেইডেন ষষ্ঠ বোলারের অভাব অনুভবের কথা বললেও, ভারত প্রায় সব ম্যাচে ষষ্ঠ বোলার ব্যবহার করেছে। তবে কোনো ম্যাচেই সে অর্থে কার্যকর বোলিং করতে পারেনি তারা। সেমিফাইনালে হার্দিক পান্ডিয়ার ৩ ওভারে ৩৪ রান তুলে নেয় ইংলিশরা। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ২ ওভারে খরচ করেন ২৭ রান। 

আরও পড়ুন: ফাইনালে ম্যাচ অফিশিয়ালের ভূমিকায় যারা থাকছেন 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে একটি ম্যাচেও খেলায়নি ভারত। দলটির সাবেক অফ স্পিনার হরভজন সিংও বিশ্বকাপে চাহালকে না খেলানোর বিষয়টি তুলে ধরেছেন। ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে চাহালকে বাইরে রাখায় টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করেছেন ৪২ বছর বয়সী এই সাবেক তারকা ক্রিকেটার। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!